নয়াদিল্লিঃ আইনের দ্বারস্থ হয়ে বিচার পাননি খোদ মহিলা বিচারক(Judge)। বিস্ফোরক অভিযোগ তুলে শেষমেশ পদত্যাগ করলেন সিভিল জজ অদিতি কুমার শর্মা। এই ঘটনাকে ঘিরে শোরগোল দেশে।জানা গিয়েছে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh)শাহদোল জেলা আদালতের জুনিয়র ডিভিশনের সিভিল জজ ছিলেন অদিতি কুমার শর্মা। সোমবার মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগপত্র পাঠান তিনি। এই পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, "আমার পদত্যাগের কারণ এটা নয় যে আমি বিচারব্যবস্থার মর্যাদা রক্ষা করতে পারিনি। প্রতিষ্ঠান আমায় রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এটাই আমার পদত্যাগের মূল কারণ।"
আইনের প্রতি আস্থা হারিয়ে পদত্যাগ মহিলা বিচারকের
এক প্রবীণ বিচারপতির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন অদিতি। সদ্য প্রাক্তন মহিলা বিচারিকের অভিযোগ, যাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি সেউ বিচারপতি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি পদে বহাল রয়েছেন। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন অদিতি। পদত্যাগপত্রে ‘ন্যায়বিচার’ শব্দবন্ধ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর সাফ যুক্তি, "কোনও তদন্ত নোটিশ, শুনানি বা জবাবদিহির প্রয়োজনই হল না? তাঁর নামের আগে এখনও জ্বলজ্বল করছে 'জাস্টিস।' আমি এটা ন্যাবিচারের নির্মম পরিহাস।" উল্লেখ্য, আশানুরূপ পারফরম্যান্স না থাকায় ২০২৩ সালে ৬ জন মহিলা বিচারককে বরখাস্ত করা হয়েছিল। ওই ৬ জনের মধ্যে ছিলেন অদিতিও। পরে এই ঘটনায় হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্টও।
'প্রতিষ্ঠান আমায় সুরক্ষা দিতে ব্যর্থ' আইনের প্রতি ভরসা হারিয়ে পদত্যাগ খোদ বিচারকের
Madhya Pradesh judge resigns after judicial officer she accused of harassment made High Court judge
report by @DebayonRoy https://t.co/Vncfs6d4uU
— Bar and Bench (@barandbench) July 29, 2025