নতুন দিল্লি, ৪ নভেম্বর: একের পর এক রাজ্য সরকার পেট্রল-ডিজেলের দাম কমাচ্ছে। দিওয়ালির দিন পেট্রল (Petrol), ডিজেলে (Disel) ভ্যাট (VAT) কমানোর সিদ্ধান্তের কথা জানাল বিহার (Bihar), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), অরুণাচলপ্রদেশের (Arunachal Pradesh) সরকার। মধ্যপ্রদেশে ভ্যাট কমানো হয়েছে ৪%। এই কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
অন্যদিকে, অরুণাচলপ্রদেশে পেট্রলে লিটার প্রতি ১০.২০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৫.২২ টাকা দাম কমানো হয়েছে।
দেখুন টুইট
Madhya Pradesh government announces reduction of Value Added Tax (VAT) on petrol and diesel by 4%: Chief Minister Shivraj Singh Chouhan pic.twitter.com/6tgAR17z4X
— ANI (@ANI) November 4, 2021
গতকাল, বুধবার পেট্রল এবং ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক লিটারপিছু ৫ টাকা এবং ১০ টাকা কমায় কেন্দ্র সরকার। এরপর অসম (Assam), ত্রিপুরা (Tripura), গোয়া (Goa) এবং কর্ণাটক সরকার পেট্রল-ডিজেলের ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়। আরও পড়ুন:
জম্মু-কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দেখুন টুইট
Arunachal Pradesh CM Pema Khandu today announced reduction of Value Added Tax (VAT) on petrol and diesel.
"Consumers will benefit by Rs 10.20 per ltr in petrol & Rs 15.22 per ltr in diesel after the relief given both by Centre and State Govt," CM tweeted
(File pic) pic.twitter.com/zqD3qbeuXT
— ANI (@ANI) November 4, 2021
আজ, মঙ্গলবার পেট্রল-ডিজেলের দামে ভ্যাট কমানোর কথা ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। গতকাল, বুধবার পেট্রল এবং ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক লিটারপিছু ৫ টাকা এবং ১০ টাকা কমিয়েছে কেন্দ্র সরকার।