Petrol-Diesel Price (Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৪ নভেম্বর: একের পর এক রাজ্য সরকার পেট্রল-ডিজেলের দাম কমাচ্ছে। দিওয়ালির দিন পেট্রল (Petrol), ডিজেলে (Disel) ভ্যাট (VAT) কমানোর সিদ্ধান্তের কথা জানাল বিহার (Bihar), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), অরুণাচলপ্রদেশের (Arunachal Pradesh) সরকার। মধ্যপ্রদেশে ভ্যাট কমানো হয়েছে ৪%। এই কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

অন্যদিকে,  অরুণাচলপ্রদেশে পেট্রলে লিটার প্রতি ১০.২০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৫.২২ টাকা দাম কমানো হয়েছে।

দেখুন টুইট

গতকাল, বুধবার পেট্রল এবং ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক লিটারপিছু ৫ টাকা এবং ১০ টাকা কমায় কেন্দ্র সরকার। এরপর অসম (Assam), ত্রিপুরা (Tripura), গোয়া (Goa) এবং কর্ণাটক সরকার পেট্রল-ডিজেলের ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়। আরও পড়ুন: 

জম্মু-কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দেখুন টুইট

আজ, মঙ্গলবার পেট্রল-ডিজেলের দামে ভ্যাট কমানোর কথা ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। গতকাল, বুধবার পেট্রল এবং ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক লিটারপিছু ৫ টাকা এবং ১০ টাকা কমিয়েছে কেন্দ্র সরকার।