MP CM Mohan Yadav. (Photo credits: X@MeghUpdates)

Madhya Pradesh Doctors Protest: কাশির সিরাপে (Cough Syrup) শিশু মৃত্য়ু মিছিল কাণ্ডে উত্তাল মধ্যপ্রদেশ। যেভাবে মধ্যপ্রদেশে বিষাক্ত, দূষিত কাশির সিরাপের ফলে ২২জন শিশুর মৃত্যু হয়, তা নিয়ে মোহন যাদবের সরকারের বিরুদ্ধে আম জনতার ক্ষোভ তুঙ্গে উঠেছে। ক্ষোভ কমাতে গ্রেফতারির পথে হেঁটেছে সরকার। কাশির সিরাপে ২২ জন শিশুর মৃত্যুর ঘটনার দায় চাপিয়ে দেওয়ার অভিযোগে সিনিয়র শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভীন সোনি-র গ্রেফতার ঘিরে উত্তাল রাজ্যের চিকিৎসক সমাজ। রাজ্যের হাজার হাজার সরকারি চিকিৎসক কালো ব্যাজ পরে রাস্তায় নামেন, অবৈধ গ্রেফতার দাবি করে এর বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানান। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সারা দেশে সরকারের সমালোচনা করে জানিয়েছে, এটি 'সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন' (CDSCO) ও রাজ্য FDA-র গাফিলতি। ছিন্দওয়াড়ায় জুনিয়র ডাক্তার ও মেডিকেল টিচাররা অনির্দিষ্টকালের ধর্মঘটে যোগ দিয়েছেন।

রাজ্যজুড়ে প্রতিবাদে ৫ হাজার ডাক্তার

মধ্যপ্রদেশ মেডিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন (MPMOA) ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর আহ্বানে রাজ্যজুড়ে প্রায় ৫ হাজার সরকারি চিকিৎসক এই বিক্ষোভে অংশ নেন। রোগীর জরুরি পরিষেবা সচল রেখেই তাঁরা প্রতিবাদ জানান, যাতে চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত না ঘটে। প্রতিবাদকারীরা দাবি করেন, ডাক্তার সোনির গ্রেফতার অবৈধ ও অন্যায়, তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর কাছে স্মারকলিপি জমা দিয়ে তাঁরা এফআইআর প্রত্যাহার-এরও আবেদন জানান, যা ভারতীয় ন্যায় সংহিতা ও ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের আওতায় দায়ের করা হয়েছে।

দেখুন খবরটি

বলির পাঁঠা করতেই গ্রেফতার, আসল দোষীদের আড়ালের অভিযোগ ডাক্তারদের

চিকিৎসক সমাজের বক্তব্য, প্রশাসনিক গাফিলতি ঢাকতেই ডাক্তার সোনিকে বলির পাঁঠা বানানো হচ্ছে। বৃষ্টির মরসুমে জ্বর-কাশির প্রকোপ বাড়ায় তিনি কেবল বিশ্বাস করে ওষুধটি প্রেসক্রাইব করেছিলেন সিরাপে বিষাক্ত পদার্থ আছে, তা তিনি জানতেন না। চিকিৎসকরা দাবি তুলেছেন, আসল দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সিরাপটি তৈরি করা সংস্থা ও সংশ্লিষ্ট ড্রাগ ইন্সপেক্টরদের দোষ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার দাবি উঠেছে।

ঠিক কী ঘটেছিল

ঘটনাটি শুরু হয় ছিন্দওয়াড়া জেলা থেকে, যেখানে ১৪ জন শিশুর মৃত্যু হয়। এরপর আশপাশের বেতুল অঞ্চলেও শিশুমৃত্যুর খবর এসেছে। আক্রান্তদের মধ্যে সাধারণ উপসর্গ ছিল বমি, প্রস্রাবে জ্বালা, এবং তীব্র কিডনি বিকলতা। 'কোল্ডরিফ'কাশির সিরাপ সেবনের পরেই এই সমস্যা দেখা দেয়। চেন্নাইয়ের সরকারি ওষুধ পরীক্ষাগার জানিয়েছে, কোল্ডরিফ সিরাপে ৪৮.৬% ডাই-ইথিলিন গ্লাইকোল (DEG)পাওয়া গেছে। যা এক মারাত্মক শিল্পজাত বিষ, যা মানবদেহে প্রাণঘাতী। পারাসিয়া সিভিল হাসপাতাল-এর সরকারি চিকিৎসক ডা. প্রভীন সোনি, যাঁর নিজস্ব একটি ক্লিনিকও আছে, তাঁকে গত ৫ অক্টোবর গ্রেফতার করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয় অভিযোগের ভিত্তিতে, যে তিনি আক্রান্ত শিশুদের কোল্ডরিফ সিরাপ প্রেসক্রাইব করেছিলেন। মধ্যপ্রদেশ সরকার রাজ্যজুড়ে কোল্ডরিফ নিষিদ্ধ ঘোষণা করেছে। মৃত শিশুদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আক্রান্তদের চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।