Holi Image (Photo Credit: Pixabay)

ইন্দোর, ২৮ ফেব্রুয়ারি: কলেজ ক্যাম্পাসে রং বা হোলি (Holi) সংক্রান্ত কোনও উৎসব করা যাবে না। এমন কথা বলায় এক অদ্ভুদ ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশের (Madhya Pradesh)  হোলকার বিজ্ঞান কলেজে। রিপোর্টে প্রকাশ, রংয়ের উৎসব করা যাবে না। এই কথা বলতেই হোলকার কলেজের ১৫০ জন কর্মীকে আটকে রাখলেন পড়ুয়ারা। যে খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। এরপর ওই কলেজের ৪ ছাত্র নেতাকে বরখাস্ত করা হয় বলে খবর।

রিপোর্টে প্রকাশ, আগামী ৭ মার্চ, 'হোলকার কা হোলি ফেস্ট' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করতে চান পড়ুয়ারা। যেখানে ডিজে বাজিয়ে 'রেইন ডান্সের' পরিকল্পনাও করা হয়। যা নিয়ে তাঁরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যান। পড়ুয়াদের প্রস্তাব শোনার পর তা কর্তৃপক্ষের তরফে সরাসরি নাকচ করে দেওয়া হয়। জানা যায়, প্রিন্সিপালের অনুমতি ছাড়াই কলেজ ক্যাম্পাস জুড়ে গত ২৩ ফেব্রুয়ারি হোলির অনুষ্ঠানের পোস্টার লাগিয়ে দেন পড়ুয়ারা। ওই ঘটনার পর প্রিন্সিপালের নির্দেশ কলেজ ক্যাম্পাস থেকে সরানো হয় সমস্ত পোস্টার।

কলেজ ক্যাম্পাস থেকে কেন পোস্টার সরানো হয়েছে, সেই প্রশ্ন তুলে প্রতিবাদ জানানো হয়। কলেজ ক্যাম্পাসেই প্রতিবাদ শুরু করেন পড়ুয়াদের একাংশ। এরপর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের বৈঠক শুরু হয়। বৈঠকের মাঝেই কলেজ কর্মীদের ৩০ মিনিট ঘরে বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ। চিৎকার, চেঁচামেচির মাঝেই ৩০ মিনিট ধরে কর্তৃপক্ষের একাধিক কর্মীকে ঘরের ভিতরে আটকে রাখার অভিযোগ ওঠে।

এরপরই প্রিন্সিপাল অনামিকা জৈনের নির্দেশে কলেজ পড়ুয়াদের ৪ নেতাকে বরখাস্তকরা হয়। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।