Representational Image (File Photo)

ভোপাল, ২৬ মার্চ: মধ্যপ্রদেশের নর্মদাপুরম এলাকায় দু মাসের সদ্যোজাতর নিখোঁজের খবর পেয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। এক ভিখারিকে সদ্যোজাতকে লুকিয়ে রাখার দায়ে ধরাও হয়েছিল। পরে তার বাড়ির একটা বালতির ভিতর থেকে দু মাসের ছোট্ট শিশুটির দেহ উদ্ধার হয়। পুলিশ কিছুতেই বুঝতে পারছিল না, কে বা কারা, কেন এই খুন করেছে। পরে একটা ছোট্ট কথায় পরিষ্কার হয়ে যায় সবটা।

অনার্য নামের মৃত ছোট্ট শিশুটির দুই দিদির বয়স যথাক্রমে ৪ ও ৬ বছর। তাদের মা রুখসার সেদিন রান্না করার ফাঁকে, শো কেসে রাখা টেডি বিয়ারকে পরিষ্কার করতে জল ভর্তি বালতির ভিতর ঢুকিয়ে স্নান করান। সেটা দেখে ওই ৪ ও ৬ বছরের শিশু দুটি। এরপর ওদের মা রান্না করতে চলে গেলে, তারা দু মাসের সন্তানটিকে লুকিয়ে বিছানা থেকে তুলে এনে টেডি বিয়ারের মত স্নান করাতে যায়। তিন জনে একসঙ্গে স্নান করার সময় দু মাসের শিশুটি কোনওভাবে বালতিতে পড়ে যায়। সেটা খেয়াল করেনি তার দুই বোন। মাসের শিশুটি দমবন্ধ হয়ে মারা যায়। আরও পড়ুন- ফাঁকা রাস্তায় ব্যক্তিকে একা পেয়ে বেধড়ক মার দুষ্কৃতীদের, দেখুন

৪ ও ৬ বছরের বোনেরা সেই কথা ভুলে বাথরুমে স্নান সেরে, খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়ে। এদিকে, শিশুটিকে সারা বাড়ি খুঁজে কোথাও না পেয়ে মিসিং ডায়েরি করে। সিসিটিভি দেখে এক ভিখারির গতিবিধি সন্দেহজনক লাগায় তাকে ধরেছিল পুলিশ। কিন্তু দুই বোনের সঙ্গে কথা বলে সবটা বুঝতে পারে পুলিশ। সাত বছরের কম বয়স হওয়ায় দুই বোনের বিরুদ্ধে কোনও কেস দায়ের হয়নি।