লখনৌ, ৯ জুলাই: নিজের 'যোগী' ইমেজের বাইরে বেরিয়ে রাজ্যের রাজধানী লখনৌ-কে ঢেলে সাজাতে চাইছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার যোগী রাজ্যের শহরবাসীও গভীর রাতে বলবে, 'পার্টি তো আভি শুরু হুয়া হ্যায়।' লখনৌকে দেশের মেট্রো শহরগুলির সঙ্গে টেক্কা দিতে 'নাইট লাইফ' বানাতে চাইছে যোগী প্রশাসন। আর তাই শহরের পাশে সিজি সিটির কাছে ৬ একর জমিতে নাইট লাইফ হাব বানাতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।
লখনৌয়ের প্রান্তে তৈরি হতে চলা সেই ৬ একর জমিতে নাইট লাফ তৈরির জন্য হবে নাইট ক্লাব, ডিস্কো। সেখানে সারারাত চলবে ওয়াইন পরিবেশন, খাওয়া দাওয়া। সেই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার জন্য আলাদা টিম রাখা হবে।
দেখুন টুইট
#Lucknow will soon have a dedicated stretch that will be developed as a #24x7 wine & dine street.This will give Lucknow an opportunity to build a nightlife.
The Lucknow development authority as earmarked a 6-acre wide land parcel near CG City. pic.twitter.com/094MEha2aW
— IANS (@ians_india) July 9, 2023
রাত ৯টা-র পর লখনৌ ঝিমিয়ে পড়ে। শহরবাসীর ইচ্ছা থাকলেও লখনৌয়ের নাইট লাইফ না থাকায় ঘরবন্দি থাকতে হয়। এতে শহরের অর্থনীতিতে প্রভাব পড়ে। নাইট লাইফ শহরের অর্থনীতিতে চাঙ্গা করতে সাহায্য করে। আর তাই যোগী আদিত্যনাথ চাইছেন কলকাতা, দিল্লি, কিংবা মুম্বইয়ের মত নাইট লাইফ তৈরি হোক। শহরের মানুষ রাতের বিলাসিতা দেখার ঠিকানা পেয়ে যাক।