ডোমেস্টিক গ্যাসের পর এবার কর্মাশিয়াল গ্যাসের ক্ষেত্রে কমল দাম। ১৯ কেজি কমার্শিয়াল গ্যাসের দাম কমল ১৫৮ টাকা। নতুন এই দাম কার্যকর আজ থেকেই। দিল্লিতে কমার্শিয়াল গ্যাসের মূল্য হবে ১৫২২ টাকা।

এর আগে রাখী বন্ধন উপলক্ষ্যে ডোমেস্টিক গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।এর আগে অগাস্টে এলপিজি সিলিন্ডার কমার্শিয়ালের দাম কমেছিল ৯৯.৭৫ পয়সা। আবার জুলাই মাসে ৭ টাকা দাম বৃদ্ধি পেয়েছিল কর্মাশিয়াল গ্যাসের ক্ষেত্রে।

তবে দাম বৃদ্ধির আগে মে এবং জুন মাসে কমানো হয়েছিল দাম। মে মাসে কমার্শিয়াল এলপিজি  সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ১৭২টাকা। জুন মাসে কমানো হয়েছিল ৮৩ টাকা। এপ্রিলেও কমানো হয়েছিল ৯১.৫০ টাকা। মার্চের শুরুতে পেট্রোলিয়াম এবং তেল কোম্পানিগুলি কমার্শিয়াল এলপিজজি সিলিন্ডারের দাম ৩৫০.৫০ টাকা প্রতি ইউনিট এবং ডোমেস্টিক গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল।