নয়া দিল্লি, ৬ অক্টোবরঃ আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের মাস্টারমাইন্ড বীরেন্দ্র বসোয়ার (Virendra Basoya) খোঁজে এবার লুক আউট নোটিস জারি করল দিল্লি পুলিশ (Delhi Police)। ৫৬০০ কোটি টাকার মাদকচক্রের সঙ্গে নাম জড়িয়েছে বাসোয়ার। পুলিশের সন্দেহ, দেশের বাইরে গা ঢাকা দিয়েছেন তিনি।
গত বছর অক্টোবরে গোপন সূত্রে খবর পেয়ে মাদক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে দিল্লি পুলিশ। বাজেয়াপ্ত হওয়া মাদকের পরিমাণ ৫০০ কেজিরও বেশি। যার বাজার মূল্য প্রায় ৫,৬০০ কোটি টাকা (5600 crore Drug Bust Case)। মাদক অভিযানে নেমে পুলিশ গ্রেফতার করেছিল চারজনকে। সেই মাদকচক্রের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত ছিলেন বীরেন্দ্র বসোয়া। এর আগে ২০২৩ সালে পুনে পুলিশ ৩০০ কোটি টাকার একটি মাদকচত্র ফাঁস করেছিল। সেই চক্রের অন্যতম কাণ্ডারি তুষার গয়াল গ্রেফতার হয় পুনে পুলিশের হাতে। জেরায় তুষারের কাছ থেকেই প্রথমবার বাসোয়ার নাম জানতে পারে পুলিশ। দীর্ঘ দিন ধরেই তাঁর খোঁজ চলাচ্ছে পুলিশ। তবে পুলিশের সন্দেহ দেশ ছেড়ে পালিয়েছেন বাসোয়া। তাই শেষমেশ লুট আউট নোটিস জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিল্লির সরোজিনী নগরের বাসিন্দা বসোয়া দুবাই (Dubai) থেকে আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেট চালাতেন। গত বছর ২ অক্টোবর দক্ষিণ দিল্লিতে মাদক অভিযান চালিয়ে ৫০০ কেজি কোকেন এবং ৪০ কেজি হাইড্রোপনিক মারিজুয়ানা উদ্ধার হয়েছে। যাদের মোট বাজার মূল্য সাড়ে পাঁচ হাজার কোটির বেশি।