দিল্লি, ২ জুলাই: নরেন্দ্র মোদীর (Narendra Modi) দুনিয়ায় সত্যকে অপসারিত করা যায় কিন্তু বাস্তবে নয়। সোমবার লোকসভায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) হিন্দু মন্তব্যের জেরে প্রবল হট্টগোল শুরু হয়। রাহুল গান্দীর হিন্দু মন্তব্যের বিরোধিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দু মন্তব্যের জেরে রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় লোকসভা থেকে অপসারিত করা হল কংগ্রেস সাংসদের বক্তব্যের বেশ কিছুটা অংশ। যে খবর প্রকাশ্যে আসতেই সাংবাদিকদের সামনে ফের মুখ খোলেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী বলেন, মোদীজির দুনিয়ায় সত্যকে অপসারিত করা যায় তবে বাস্তবে নয়। তবে যা সত্য, তা থেকেই যায়। কেউ যত খুশি সত্যকে উড়িয়ে দিতে পারেন তবে তা পালটে যায় না। মঙ্গলবার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন রায়বেরিলির সাংসদ রাহুল গান্ধী।
শুনুন কী বললেন রাহুল গান্ধী...
#WATCH | On portions of his speech expunged, Lok Sabha LoP Rahul Gandhi says, "In Modi ji's world, truth can be expunged. But in reality, the truth can't be expunged. I said what I had to say, that is the truth. They can expunge as much as they want. Truth is truth." pic.twitter.com/AcR3xRN6d5
— ANI (@ANI) July 2, 2024
এদিকে রাহুল গান্ধীর বক্তব্যে হট্টগোল শুরু হলে, বিজেপি-সহ এনডিএ জোটের সদস্যরা যাতে সংসদের নিয়ম না ভেঙে নিজেদের বক্তব্য প্রকাশ করেন, সেই আবেদন জানান মোদী। এনডিএ সাংসদদের ব্যবহার যাতে অনুকরণীয় হয়, সে বিষয়েও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।