পাটনা, ১৬ মে: রামলালার (Ram Temple) পর এবার সীতার (Sita Temple) মন্দির। লোকসভা নির্বাচন যখন মধ্যগগণে, সেই সময় বিহারের সীতামারিতে গিয়ে অমিত শাহ বলেন, এবার সীতার মন্দির তৈরি করা হবে। বিজেপি (BJP) এবার সীতার মন্দির তৈরি করবে বলে বিহারে (Bihar) প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিহারের জনসভা খেকে শাহ বলেন, রামলালার মন্দির তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার সীতার জন্মস্থানে তৈরি হবে আরও একটি মন্দির। অযোধ্যায় রাম মন্দির তৈরি থেকে যাঁরা নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিলেন, তাঁদের দ্বারা এই কাজ সম্ভব নয়। একমাত্র নরেন্দ্র মোদীই সীতার জন্মস্থানে মন্দির তৈরি করতে পারবেন বলে মন্তব্য করেন অমিত শাহ।
প্রসঙ্গত গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় প্রতিষ্ঠিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়। রামলালার পর এবার রামচন্দ্র-পত্নী সীতার মন্দির বিজেপি তৈরি করবে বলে বিহারের মানুষকে কথা দেন শাহ।