Rahul Gandhi (Photo Credit: Twitter)

দিল্লি, ২০ মার্চ: এবার রাহুল গান্ধীর (Rahul Gndhi) বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল বিজেপি (BJP)। রাহুল গান্ধীর শক্তি মন্তব্যের জেরে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ECI) কাছে অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সাংবাদিকদের সামনে বলেন, রাহুল গান্ধীর শক্তি মন্তব্যের বিষয়টি তিনি পড়েন এবং তারপরই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে বিশদে উপস্থাপন করেন।

আরও পড়ুন: Rahul Gandhi: 'আরও FIR দায়ের করতে পারে অসম পুলিশ', কটাক্ষ রাহুলের

সোমবার মুম্বইতে একটি র্যালিতে রাহুল গান্ধী বলেন, তিনি কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছেন না। নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও লড়াই করছেন না। কোনও একজনের বিরুদ্ধে তাঁদের লড়াই নয়। তবে লড়াইয়ের জন্য তাঁরা সামনে একটি মুখকে তুলে ধরেছেন বলে জানান রাহুল গান্ধী। তবে বিতর্ক শুরু সম্প্রতি। যখন ভারত জোড়ো ন্যায় যাত্রায় হাজির হয়ে রাহুল গান্ধী বলেন, হিন্দু ধর্মে শক্তি নামে একটি শব্দ রয়েছে। তাঁরা সেই শক্তির বিরুদ্ধেই লড়ছেন বলে মন্তব্য করেন রাহুল। কংগ্রেস সাংসদের ওই মন্তব্যের পর থেকেই শুরু হয় বিতর্ক।