ক দিন ধরেই জল্পনা, এবার হবে, এবার বেরোবে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা নিয়ে জল্পনা চলছেই। আগামী পাঁচ বছর ভারতের শাসনভার কার হাতে থাকবে তা ঠিক করার ভোটের দিন ঘোষণার জন্য প্রায় আরও মাসখানেক সময় লাগতে পারে। সূত্রের খবর, ১৩ মার্চের পর আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে তারা ভোট করার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার ভারতে ৯৭ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শোনা যাচ্ছে এবার নির্বাচনে ৬-৭ দফায় হতে পারে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি ঘোষণা করা হয়েছে। সেখানেই জল্পনা, তাহলে কি ১০-১১ এপ্রিল থেকে শুরু হবে ভোট? বাংলা, বিহারের মত রাজ্যে ভোট কয়েক দফায় ভেঙে দেওয়া হতে পারে। বিরোধীদের অভিযোগ থাকলেও এবারও লোকসবা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেওয়া হবে।
ভোটের দিন ঘোষণার জল্পনার মাঝে বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন দলের প্রার্থী তালিকা নিয়েও সবার আগ্রহ। একমাত্র সমাজবাদী পার্টি (৩১টি আসনে) ছাড়া আর কোনও রাজনৈতিক দল এখনও আসন্ন নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারে। শোনা যাচ্ছে বেশ কিছু রাজ্যে মার্চের গোড়ায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে।
দেখুন খবরটি
Lok Sabha polls to be announced after March 13: Sources
Aishwarya Paliwal shares the latest updates#LokSabhaPolls #Elections #Polls #Politics | @AishPaliwal pic.twitter.com/F7xLbr4f4y
— IndiaToday (@IndiaToday) February 23, 2024
বাংলায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করতে পারে। বিহার, মহারাষ্ট্রে এনডিএ জোট দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে বিজেপির দড়ি টানাটানি চলছে। INDIA-জোটের দলগুলির সঙ্গে আসন সমঝোতা পাকা হলে কংগ্রেসও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। কিছু আসনে আগামী কয়েক দিনের মধ্যে মমতা বন্দ্য়োপাধ্যাও প্রার্থী ঘোষণা করতে পারেন।