Lok Sabha Elections Results 2024: গোরক্ষপুরে গেরুয়া ঝড় তুলতে পারবেন কি রবি কিষাণ? নাকি হাতছাড়া হবে যোগীর গড় | 🇮🇳 LatestLY বাংলা
Close
Advertisement
  বৃহস্পতিবার, সেপ্টেম্বর 12, 2024
সর্বশেষ গল্প
2 hours ago
Live

Lok Sabha Elections Results 2024: গোরক্ষপুরে গেরুয়া ঝড় তুলতে পারবেন কি রবি কিষাণ? নাকি হাতছাড়া হবে যোগীর গড়

ভারত Aishwarya Purkait | Jun 04, 2024 11:22 AM IST
A+
A-
04 Jun, 11:22 (IST)

২০১৯ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুর আসন থেকে বিজেপি প্রার্থী করে ভোজপুরি অভিনেতা রবি কিষাণকে। প্রথম দানেই ছক্কা হাঁকিয়ে সংসদে যান অভিনেতা। চব্বিশে রবির প্রতিদ্বন্দ্বি সমাজবাদী পার্টির (SP) কাজল নিষাদ এবং বিএসপির (BSP) জাভেদ আশরাফ। ১৪ হাজারের বেশি ভোটের ব্যাবধানে এগিয়ে পদ্মপ্রার্থী। বেলা ১১টার আগে অবধি তাঁর ঝুলিতে পড়েছে ১ লক্ষ ৪ হাজার ৭৫৭ ভোট। কাজল পেয়েছেন ৯ হাজার ২১৬টি ভোট। জাভেদ ৯ হাজার ১১৪।

দেখুন... 

 

 

উত্তর প্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুর (Gorakhpur) লোকসভা আসন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) গড়। মুখ্যমন্ত্রী হওয়ার আগে এই কেন্দ্র থেকে টানা চারবার সাংসদ ছিলেন তিনি। যোগী এই আসনে পদত্যাগ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর গোরক্ষপুর উপনির্বাচনে হেরে যায় বিজেপি (BJP)। এরপর ২০১৯ সালের লোকসভায় যোগীর গড় থেকে গেরুয়া শিবির ভোজপুরি অভিনেতা রবি কিষাণকে (Ravi Kishan) প্রার্থী করে পুরনায় গোরক্ষপুরের দখল নেয়। চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির রবি কিষাণের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির (SP) কাজল নিষাদ এবং বিএসপির (BSP) জাভেদ আশরাফ।

২০১৪ সালের লোকসভা নির্বাচন দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন অভিনেতা রবি কিষাণ (Ravi Kishan)। জাতীয় কংগ্রেসের (National Congress) হাত ধরে তাঁর রাজনীতি পা দেওয়া। কংগ্রেসের টিকিটে উত্তরপ্রদেশের জৌনপুর আসন থেকে প্রথমবার ভোটে লড়েছিলেন তিনি। সেই বছর মাত্র ৪২ হাজার ৭৫৯টি ভোট পেয়ে মুখ থুবড়ে পড়েন অভিনেতা। এরপর ২০১৭ সালে কংগ্রেসের হাত ছেড়ে পদ্মে পা দেন রবি। ঊনিশের লোকসভা নির্বাচনে আদিত্যনাথের গড় গোরক্ষপুর আসন থেকে প্রথমবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েই বাজিমাত করেন ভোজপুরি তারকা। ২০১৯ লোকসভায় প্রথমবার গোরক্ষপুর থেকে সাংসদ হন রবি কিষাণ (Ravi Kishan)। সমাজবাদী পার্টির (Samajwadi Party) রামভুয়াল নিষাদের বিরুদ্ধে ৩,০১,৬৬৪ ভোটের লিডে জয়লাভ করে সাংসদ হন রবি কিষাণ। তিনি মোট ভোট পান ৭,১৭,১২২। অন্যদিকে রামভুয়ালের দখলে এসেছিল ৪,১৫,৪৫৮টি ভোট। দ্বিতীয়বারের জন্যেও তারকা প্রার্থীর উপরেই ভরসা রেখেছিল গেরয়া শিবির।


Show Full Article Share Now