Close
Advertisement
 
শুক্রবার, নভেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
37 minutes ago
Live

Lok Sabha Elections Results 2024: রাজধানীর উত্তর-পূর্ব দিল্লি আসনে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই, কানহাইয়াকে টপকে গেলেন মনোজ

ভারত Aishwarya Purkait | Jun 04, 2024 01:34 PM IST
A+
A-
04 Jun, 13:34 (IST)

বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হতেই বাড়িতে পুজো শুরু করলেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে পুজোয় বসেছেন দিল্লির তাবড় নেতা।

দেখুন...  

 

04 Jun, 13:29 (IST)

কংগ্রেসের কানহাইয়া কুমারকে টপকে গেলেন ভোজপুরি অভিনেতা তথা বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। প্রায় ৮০ হাজার ভোটে এগিয়ে পদ্মপ্রার্থী। দুপুর ১টা অবধি নির্বাচন কমিশনের হিসাব বলছে, মনোজের ঝুলিতে এসেছে ৩ লক্ষ ৩৪ হাজার ৭১৭ ভোট। অন্যদিকে কংগ্রেসের কানহাইয়া পেয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৬৪৬ ভোট।

দেখুন... 

 

রাজধানীর উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনে (North East Delhi Constituency) হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে। একজন বিজেপির দুবারের সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari) অন্যজন কংগ্রেসের কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। ২০১৪ এবং ২০১৯ দুই লোকসভা ভোটেই উত্তর-পূর্ব দিল্লি আসনে আধিপত্য বজায় রেখেছেন মনোজ। তাই চব্বিশের নির্বাচনেও ভোজপুরি অভিনেতার উপরেই ভরসা রেখেছিল গেরুয়া শিবির।

২০১৯ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (জেএনইউএসইউ) প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) বিহারের বেগুসরাই আসনে বামেদের টিকিটে প্রথম ভোটে লড়েন। এরপর ২০২১ সালে তিনি কংগ্রেসে (Congress) যোগ দেন। চব্বিশে উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে বিজেপির মনোজের বিপক্ষে কংগ্রেস প্রার্থী করে কানাহাইয়াকে। দিল্লি রাজনীতির পাশাপাশি গো-বলয়ের তাবড় নেতা ভোজপুরি অভিনেতা তিওয়ারি (Manoj Tiwari)। বহুকাল যাবত রাজধানীর বুকে রাজনীতিতে নিজের পোক্ত জমি বানিয়েছেন তিনি।

২০০৯ সালে সমাজবাদী পার্টির (SP) টিকিটে উত্তরপ্রদেশের গোরক্ষপুর আসন থেকে প্রথমবার ভোটে লড়েছিলেন ভোজপুরি অভিনেতা তথা গায়ক মনোজ তিওয়ারি(Manoj Tiwari)। তবে তৎকালীন বিজেপির প্রার্থী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কাছে ব্যাপক মার্জিনে হারেন তিনি। এরপর দল বদলে সমাজবাদী পার্টি থেকে বিজেপিতে (BJP) যোগদান করেন অভিনেতা। ২০১৪ লোকসভা ভোটে উত্তর-পূর্ব দিল্লি আসনে পদ্ম প্রার্থী হয়ে আম আদমি পার্টির আনন্দ কুমারকে ১,৪৪,০৮৪ ভোটের ব্যবধানে হারান মনোজ। ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী শীলা দীক্ষিতের বিরুদ্ধে ৩ লক্ষ ৬৩ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিজেপির তারকা প্রার্থী।


Show Full Article Share Now