Lok Sabha Elections Results 2024: মথুরায় হ্যাট্রিকের পথে হেমা মালিনী | 🇮🇳 LatestLY বাংলা
Close
Advertisement
  শুক্রবার, সেপ্টেম্বর 20, 2024
সর্বশেষ গল্প
17 minutes ago
Live

Lok Sabha Elections Results 2024: মথুরায় হ্যাট্রিকের পথে হেমা মালিনী

ভারত Aishwarya Purkait | Jun 04, 2024 01:07 PM IST
A+
A-
04 Jun, 13:07 (IST)

মথুরায় হেমার হ্যাট্রিক। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভার মতই চব্বিশেও বিজেপির জয় একেবারে নিশ্চিত। প্রায় ১ লক্ষ ৭৭ হাজার ভোটের মার্জিনে এগিয়ে রয়েছেন পদ্মপ্রার্থী হেমা মালিনী। মথুরায় হ্যাট্রিক নিশ্চিত করে বৃন্দাবনের রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দিলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী। বললেন, 'দারুণভাবে জিততে চলেছি আমরা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন মোদী আবারও প্রধানমন্ত্রী হন'।

দেখুন... 

 

04 Jun, 10:47 (IST)

টানটান উত্তেজনার মাঝে মঙ্গলবার ৪ জুন সকাল থেকে শুরু হয়েছে ভোটের গণনা। চব্বিশের লোকসভায় জিতলে হ্যাট্রিক করবেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী হেমা মালিনী। গণনার ২ ঘণ্টার পর নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশের মথুরা আসনে ৪৮১১০ ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেসের মুকেশ ধঙ্গার অনেকটা পিছিয়ে।

দেখুন...   

 

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যোগী গড়ের আরও এক লোকসভা কেন্দ্র হল মথুরা (Mathura)। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেমা মালিনী (Hema Malini) মথুরা আসন থেকে বিজেপির ঝুলিতে বিপুল ভোট এনে ফেলেছিলেন। ২০১৪ সাল থেকে মথুরার সাংসদ তিনি। তাই চব্বিশেও তারকা প্রার্থীতে ভরসা রাখল গেরুয়া শিবির। একদিকে মথুরানগরীর জন্যে হেমা মালিনীকে বেছে নিয়েছিল বিজেপি (BJP)। অন্যদিকে কংগ্রেস (Congress) এবং সমাজবাদী পার্টির 'ইন্ডিয়া' জোট (I.N.D.I.A) প্রার্থী করে মুকেশ ধাঙ্গারকে। হ্যাট্রিক হেমা মালিনীর (Hema Malini)।

শুরু থেকেই অভিনেত্রী হেমা মালিনীর (Hema Malini) রাজনীতি বিজেপি ঘেঁষা ছিল। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা বিনোদ খান্নার প্রচার সভায় দেখা গিয়েছিল ধর্মেন্দ্রপত্নীকে। ২০০৩ সালে পদ্মশ্রী খতাব প্রাপ্ত অভিনেত্রীকে সরাসরি রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডাঃ এ পি জে আব্দুল কালাম। এরই মাঝে ২০০৪ সালে হেমা সরাসরি বিজেপিতে যোগ দেন। ২০০৯ পর্যন্ত রাজ্যসভার সাংসদ পদে আসীন ছিলেন তিনি।

২০১০ সালে অভিনেত্রীকে বিজেপির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়। এরপর ২০১৪ সালের লোকসভা ভোটে পদ্মপ্রার্থী হয়ে মথুরা কেন্দ্র থেকে ক্ষমতাসীন রাষ্ট্রীয় লোক দলের (RLD) প্রার্থী জয়ন্ত চৌধুরীকে ৩,৩০,৭৪৩ ভোটের ব্যবধানে হারান। ২০১৯ এও ক্ষমতা ধরে রাখে বিজেপি। চব্বিশে বিজেপির হেভিওয়েট তারকা প্রার্থীর বিপরীতে কংগ্রেস শুরুতে অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংকে (Vijender Singh) প্রার্থী করবে বলে শোনা গিয়েছিল। তবে সেই কানাঘুষোর মাঝেই 'হাত' ছেড়ে পদ্মে পা দেন বিজেন্দ্র। শেষমেশ স্থানীয় নেতা মুকেশ ধাঙ্গারকে দাঁড় করায় কংগ্রেস।

 


Show Full Article Share Now