![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2024/05/Loksabha-Election-380x214.jpg)
দিল্লি, ৭ মে: গোটা দেশ জুড়ে তৃতীয় দফার ভোট (Loksabha Election) চলছে। তৃতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গের (West Bengal) ৪ কেন্দ্রে ভোটদান পর্ব চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত ১৪.৬০ শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। তৃতীয় দফার ভোটপর্বে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ১৪.৬ শতাংশ। পশ্চিমবঙ্গের যে ৪ কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে জঙ্গিপুরে সবচেয়ে বেশি ভোট পড়েছে। অন্যদিকে তৃতীয় দফায় মধ্যপ্রদেশেও ভাল ভোট পড়তে শুরু করেছে। সকাল ৯টা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে ১৪.২ শতাংশ। পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশে আজ ভোট পড়ার হার বেশি হলেও, মহারাষ্ট্রে কম। মহারাষ্ট্রে আজ সকাল ৯টা পর্যন্ত ৬.৬৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়।
অসমে এখনও পর্যন্ত ভোট পড়েছে ১০.১২ শতাংশ। বিহারে পড়েছে ১০.৩। ছত্তিশগড়ে পড়েছে ১৩.২৪ শতাংশ। গোয়ায় পড়েছে ১২.৩৫ শতাংশ। গুজরাটে ৯.৮৭ শতাংশ। কর্ণাটকে ৯.৪৫ শতাংশ এবং উত্তরপ্রদেশে ১২.১৩ শতাংশ ভোট এখনও পর্যন্ত পড়েছে বলে নির্বাচন কমিশন জানায়।