আগামীকাল ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন, আর এই দফাতেই রাজধানী দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। একদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে দিল্লির নির্বাচনের প্রস্তুতি।দিল্লির সাতটি সংসদীয় আসনে এবার মোট ১৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।গত লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রেই জিতেছিল বিজেপি।২২ শতাংশের বেশি ভোট পেয়ে রানার্স আপ হয় কংগ্রেস, তালিকায় তৃতীয় স্থানে ছিল আম আদমি পার্টি। এ বারে পদ্মশিবিরকে রুখতে হাত মিলিয়েছে আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেস। আপ লড়ছে চারটি আসনে আর কংগ্রেস তিনটি আসনে। যে সাতটি আসনে ভোট হচ্ছে সেগুলি হল চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি।
সাতটি আসনের মধ্যে উল্লেখযোগ্য উত্তর পূর্ব দিল্লি আসনটি। এই আসনে বিজেপির হেভিওয়েট তারকা মনোজ তিওয়ারি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, তাঁর বিরুদ্ধে কংগ্রেসের কানহাইয়া কুমারকে প্রার্থী করেছে কংগ্রেস। উত্তর পূর্ব দিল্লির হাইভোল্টেজ এই ভোট যুদ্ধে শেষ হাসি কার, ত সময়ই বলবে। তবে রাজনৈতিক মহল বলছে, গোবলয় থেকে উঠে আসে দুই তাবড় নাম মনোজ ও কানহাইয়াকে ঘিরে রাজধানী দিল্লির ভোট রাজনীতির ময়দান সরগরম হতে পারে।
National Capital, #Delhi is all set to go to polls in the sixth phase of Lok Sabha elections tomorrow. In the seven parliamentary constituencies, a total of 162 candidates are in the fray. #Elections2024 । #GeneralElections2024 । #PollsWithAkashvani pic.twitter.com/9i9iwSgmeI
— All India Radio News (@airnewsalerts) May 24, 2024
VIDEO | Lok Sabha Elections 2024: Polling materials being distributed ahead of voting in New Delhi constituency scheduled to be held in the sixth phase of elections to be held tomorrow (May 25).
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4)#LSPolls2024WithPTI… pic.twitter.com/tJOz4vlxc4
— Press Trust of India (@PTI_News) May 24, 2024