Lok Sabha Elections 2024: দেশে শুরু লোকসভা ভোট, নীতীন থেকে নীতীশ যে ৯ জন কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্যপরীক্ষা চলছে
Nisith Pramanik (Photo Credit: ANI/Twitter)

দেশে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেল। সাত দফায় হতে চলা দেশের সাধারণ নির্বাচনের আজ, শুক্রবার প্রথম দফায় ভোটগ্রহণ। দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট চলছে। বাংলার তিনটি লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। সেই তিনটি কেন্দ্র হল উত্তরবঙ্গের-কোচবিহার, আলিপুরদুয়ার, ও জলপাইগুড়ি।

এদিন প্রথম দফায় সবার নজরে তামিলনাড়ুর। দক্ষিণের এই রাজ্যে ৩৯টি লোকসভা আসনের মধ্যে এদিন সবটি-তেই ভোটগ্রহণ। সবার নজরে তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইয়ের দিকে। রাজস্থানের ১২টি, উত্তরপ্রদেশের ৮টি, অসমে ৫টি, মধ্যপ্রদেশের ৬টি, উত্তরাখণ্ডের ৫টি, বিহারের ৪টি, ছত্তিশগড়ের ১টি আসনে ভোটগ্রহণ চলছে। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, অরুণাচল প্রদেশের ২টি, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর ও মেঘালয়ের ১টি, করে আসনে ভোটগ্রহণ চলছে। জম্মু-কাশ্মীরের উধমপুর আসনেও ভোটগ্রহণ চলছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও ভোট চলছে।

১) নীতীন গডকরি (নাগপুর, মহারাষ্ট্র): টানা দু বার নাগপুর থেকে বড় ব্যবধানে জিতেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতী গডকরি। আরএসএস-এর সদর দফতর কমলালেবুর শহরে এবার গডকরির সামনে কংগ্রেসের বিকাশ থাকরে।

২) কিরণ রিজিজু (অরুণাচলপ্রদেশ পশ্চিম): উত্তর পূর্ব ভারতে মোদী সরকারের মুখ বলা যায় কিরণ রিজুজ-কে। টানা তিনবার জয়ের লক্ষ্যে নামছেন। ২০১৪ লোকসভায় তেমন বড় মার্জিনে না জিতলেও, ২০১৯ লোকসভা ভোটে ৬৩ শতাংশ ভোটে পেয়ে এক তরফা জিতেছিলেন। এবার কিরণের প্রতিপক্ষ রাজ্যের কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবম টুকি।

৩) সর্বানন্দ সোনওয়াল (অসম, ডিব্রুগড়): অসেমর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবার লোকসভা ভোটে লড়ছেন অসমের ডিব্রুগড় কেন্দ্র থেকে। এই লোকসভার সব কটা বিধানসভাতেই বিজেপির বড় লিড আছে। কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি, সহযোগী দলকে ছেড়েছে।

৪) ভূপেন্দ্র যাদব (আলওয়ার, রাজস্থান): বিজেপির নিরাপদ আসন।

৫) জিতেন্দ্র সিং (উধমপুর, জম্মু-কাশ্মীর): সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম জম্মু-কাশ্মীরে ভোটে। বিজেপির শক্ত ঘাঁটি উধমপুর।

৬) নিশীথ প্রামাণিক (কোচবিহার, পশ্চিমবঙ্গ): টানা দু বার জয়ের লক্ষ্যে অমিত শাহ-র ডেপুটি মন্ত্রী নিশীথ। প্রতিপক্ষ তৃণমূলের জগদীশ বাসুনিয়া।

৭) এল মুরুগান (নীলগিরি, তামিলনাড়ু): জোর টক্কর। ডিএমকে-র এ রাজার বিরুদ্ধে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী মুরুগান।

৮) সঞ্জীব বালিয়ান (মুজাফরনগর, ইউপি): জোর লড়াই।

৯) অর্জুন রাম মেঘলাল (বিকানের, রাজস্থান): বিজেপির ঘাঁটি।