Lok Sabha Elections 2019 Results LIVE News Updates: এগিয়ে থাকার হিসেবে ম্যাজিক ফিগার ছাপিয়ে NDA ৩৩৩, UPA-৯৭। রাজ্যে তৃণমূল এগিয়ে ২৪টি, বিজেপি ১৭টি, কংগ্রেস ১টি-তে
কে বসবেন ক্ষমতায়। (File Photo)

Lok Sabha Elections 2019 Results LIVE News Updates: ভোট গণনা (Vote Countings) র শুরুতে NDA এগিয়ে ৩৩১টিতে, UPA ৯৭টিতে, রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৪টিতে এগিয়ে তৃণমূল, ১৭টি-তে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ১টি আসনে। আমেথি, রায়বেরিলির মত গান্ধী পরিবারের নিশ্চিত আসনে এগিয়ে বিজেপি।

আয়েগা তো মোদী হি...বিজেপির এই স্লোগানের পক্ষেই রায় দিল গোটা দেশ। ভোট গণনার মাঝামাঝি সময়ে এসে সে কথা সাফ বলা যায়। দেশজুড়ে নিজের জনপ্রিয়তা ছড়িয়ে দেশের মসনদে ফিরলেন নরেন্দ্র মোদী। যে হিন্দি বলয় নিয়ে চিন্তায় ছিল বিজেপি, তাতে সসম্মানে পাশ করলেন মোদী। সঙ্গে যোগ হল পশ্চিমবঙ্গ, ওডিশা, ত্রিপুরা -র মত রাজ্য, যেখানে বিজেপি গত লোকসভা ভোটে সেভাবে ছাপ ফেলতে পারেনি। দিল্লি, গুজরাটে গতবারের মতই এবারও সব আসনেই জয়ের পথে বিজেপি। উত্তরপ্রদেশে ৮০টি-র মধ্যে  ৫০টি আসনে এগিয়ে বিজেপি, সেখানে এসপি+বিএসপি মহাগটবন্ধন এগিয়ে মাত্র ২৬টি-তে।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ক মাস আগে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের পরেও এবার লোকসভা নির্বাচনে পুরো ফ্লপ কংগ্রেস। তবে দেশজুড়ে ভরাডুবির মাঝে কংগ্রেস দারুণ ফল করতে চলেছে কেরালায়। আমেথিতে পিছিয়ে থাকলেও রাহুল গান্ধী নিজে ওয়ানাড থেকে এক লক্ষেরও বেশি ভোটে এগিয়ে। ডিএমকে-র সৌজন্যে UPA ভাল ফল করছে তামিলনাড়ুতে। তবে দক্ষিণ ভারতে কংগ্রেসের ভাল মাঝেও কর্নাটকে মোদী ঝড়। কর্নাটকে ২৮টি আসনের মধ্যে ২৩টিতেই এগিয়ে বিজেপি।

ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস (Congress)। রাজ্যের ৪২ টি কেন্দ্রের ৫৮টি গণনা কেন্দ্রে। প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালট। পঞ্জাবে ১২টি-র মধ্যে ৯টি কেন্দ্রে এগিয়ে কংগ্রেস, ৩টি-তে এগিয়ে বিজেপি।  ১৭-২০ রাউন্ডের পর্যন্ত এই গণনা হবে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রের ৫টি বুথে VVPAT গণনা। লটারির মাধ্যমে হবে VVPAT গণনা। এই গণনাতেই অতিরিক্ত ৮-১০ঘণ্টা সময় লাগবে।

রাজ্যের ভোট গণনায় তৃণমূল এগিয়ে ঠিকই, তবে বিজেপি চাপে রাখছে।  ব্যারাকপুর এগিয়ে বিজেপির অর্জুন সিং, আসানসোল এগিয়ে বিজেপি-র মন্ত্রী প্রার্থী বাবুল সুপ্রিয়। ঝাড়গ্রাম, বনগাঁ, রানাঘাট, পুরুলিয়া, মালদা উত্তর, আলিপুরদুয়ার, কৃষ্ণনগর, রায়গঞ্জ, বাঁকুড়া-র মত কেন্দ্রেও এগিয়ে বিজেপি। বহরমপুর, মালদা দক্ষিণে এগিয়ে কংগ্রেস। কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, জয়নগর, কাঁথি, হাওড়া, যাদবপুর, জঙ্গিপুর, ডায়মন্ড হারবার, তমলুক, ঘাটাল, বর্ধমান পূর্বের মত আসনে এগিয়ে তৃণমূল। রাজ্যে কোনও কেন্দ্রে এগিয়ে নেই বামেরা।

নরেন্দ্র মোদী ২০ হাজারেরও বেশি ভোটে বারাণসি কেন্দ্রে এগিয়ে। গান্ধীনগরে এগিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ।  রাহুল গান্ধী আমেথি (Amethi) থেকে পিছিয়ে পড়লেন, তবে কেরালার  ওয়ানাড (Wayanad) থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস সভাপতি। প্রত্যেকটি গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রতি গেটে ও গণনাকেন্দ্রের ভিতরে রয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বাইরে রাজ্যের সশস্ত্র পুলিশ। পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার ও প্রার্থীর উপস্থিতিতে খোলা হবে স্ট্রংরুম। করা হবে ভিডিওগ্রাফি, ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা মনিটরিং।

সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। বিকেল চারটের পর ফলাফলের প্রবণতা বোঝা যাবে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র, তারপরেই বোঝা যাবে দেশের মসনদে কারা বসতে চলেছেন। গণনার আগেও ইভিএম (EVM)বদলের আশঙ্কা তাড়া করে বেরাচ্ছে বিরোধীদের। গতকাল ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের(Election Commission) দ্বারস্থ হয় ২২টি বিরোধী দল। ইভিএম খোলার আগেই ভিভিপ্যাট(VVPAT) স্লিপ যাচাইয়ের দাবি জানান তাঁরা। যদিও বিরোধীদের সেই আবেদন সরাসরি নাকচ করে দেয় নির্বাচন কমিশন। বিরোধীদের জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তাঁরা গণনার সময় ইভিএম খোলার পরেই ভিভিপ্যাটের স্লিপ যাচাই করা হবে। গণনার আগে তা কখনওই করা হবে না।