Lok Sabha Elections 2019 Results LIVE News Updates: পিছিয়ে সোনিয়া-রাহুল, সুব্রত মুখার্জি-মুনমুন সেন
চলছে ভোট গণনা। (File Photo)

নয়া দিল্লি: সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। বিকেল চারটের পর ফলাফলের প্রবণতা বোঝা যাবে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র, তারপরেই বোঝা যাবে দেশের মসনদে কারা বসতে চলেছেন। প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে।  দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহারে বিজেপি অনেকটা এগিয়ে। মহারাষ্ট্রে সব আসনেই NDA-এ এগিয়ে। দিল্লির সাতটির মধ্যে ৫টি লোকসভা কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। পাঁচটিতেই এগিয়ে বিজেপি। ছত্তিশগড়ে এগিয়ে বিজেপি। এক নজরে দেখে নেওয়া থাক--

সোনিয়া গান্ধী পিছিয়ে রায়বেরিলি থেকে। রাহুল গান্ধী আমেথি থেকে সামান্য ভোটে পিছিয়ে। এখানে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।

গুরুদাসপুর কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি-র বলিউড তারকা প্রার্থী সানি দেওল।

গাজিয়াবাদ থেকে ভিকে সিং এগিয়ে।

আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী রায়চৌধুরী। ডায়মন্ড হারবারে এগিয়ে বিজেপি। হবিবপুর বিধানসভা উপ নির্বাচনে এগিয়ে বিজেপি।

বর্ধমান পূর্বে এগিয়ে তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল।

বাঁকুড়া কেন্দ্রে পিছিয়ে তৃণমূলের তারকা প্রাথী সুব্রত মুখার্জি।

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়।

রাজ্যের ৪২ টি কেন্দ্রের ৫৮টি গণনা কেন্দ্রে। প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালট। ১৭-২০ রাউন্ডের পর্যন্ত এই গণনা হবে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রের ৫টি বুথে VVPAT গণনা। লটারির মাধ্যমে হবে VVPAT গণনা। এই গণনাতেই অতিরিক্ত ৮-১০ঘণ্টা সময় লাগবে।