নয়াদিল্লিঃ রাত পোহালেই মহারণ। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফলপ্রকাশ। দেশজুড়ে চলছে প্রস্তুতি। ফলাফল হাতে আসতে এখনও প্রায় ২৪ ঘণ্টা বাকি থাকলেও, এক্সিট পোল (Exit Poll) আভাস দিয়েছে জয়ের হ্যাটট্রিক করতে চলেছে বিজেপি (BJP)। ফের মসনদে বসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তাই দেশজুড়ে বিজয়োৎসবের প্রস্তুতি তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কালকের জন্য হাজার০হাজার লাড্ডু তৈরি হচ্ছে। মুম্বইয়ের গিরগাও চাউপট্টির গনেশ ভাণ্ডারে চলছে এই প্রস্তুতি। জানা গিয়েছে, এক্সিট পোল দেখে লাড্ডু তৈরি শুরু করে দেওয়া হয়েছে। মোদী ক্ষমতায় এলেই মিষ্টিমুখ করাতে প্রস্তুত মুম্বইয়ের এই মিষ্টির দোকান।
এই খবরটিও পড়ুনঃ ফের উত্তপ্ত কাশ্মীর! পুলওয়ামায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু এনকাউন্টার
শুধু তাই-ই নয়, সুত্রের খবর জয়ের পর মেগা ইভেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টার বা কর্তব্যপথে হতে পারে এই বিশেষ অনুষ্ঠান বলে খবর পাওয়া যাচ্ছে। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হবে সেই তালিকায় তৈরি করে ফেলেছে গেরুয়া শিবির। সব মিলিয়ে প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে, এখন শুধু খাতায় কলমে ফলাফল ঘোষণার অপেক্ষায় বিজেপি তথা এনডিএ জোট।
দেখুন ভিডিয়ো
Mumbai: After the exit poll trends predicting Prime Minister Narendra Modi's third term, thousands of kilograms of laddoos are being prepared at Ganesh Bhandar in Girgaon Chowpatty. pic.twitter.com/sCQ4wqWZyE
— IANS (@ians_india) June 3, 2024