আজ দেশজুড়ে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ৮টি রাজ্য ছাড়া ছাড়াও কেন্দ্র শাসিত অঞ্চলেও চলছে ভোট। এর মধ্যে রয়েছে বিহারের ৫টি আসন, ঝাড়খণ্ডের ৩টি আসন, মহারাষ্ট্রের ১৩টি আসন, ওড়িশার ৫টি আসন, উত্তর প্রদেশের ১৪টি আসন ও পশ্চিমবঙ্গের ৭টি আসনের ভোট। এছাড়া জম্মু-কাশ্মীর ও লাদাখের একটি করে আসনেও ভোট হবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার ৩৫টি আসনেও চলছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর ১টা পর্যন্ত দেশে ভোটদানের শতকরা হার ৩৬.৭৩ শতাংশ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে দুপুর ১টা পর্যন্ত দেশে ভোটদানের হারে এগিয়ে লাদাখ। প্রথম ছ’ঘণ্টায় সেখানে ভোট পড়েছে ৫২.০২ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত বাংলায় ৪৮.৪১ শতাংশ ভোট পড়েছে। যা অন্যান্য রাজ্যের বিচারে দ্বিতীয়। দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, ২৭.৭৮ শতাংশ। এ ছাড়া ঝাড়খণ্ডে ৪১.৮৯ শতাংশ, উত্তরপ্রদেশে ৩৯.৫৫ শতাংশ, বিহারে ৩৪.৬২ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৩৪.৭৯ শতাংশ এবং ওড়িশায় ৩৫.৩১ শতাংশ ভোট পড়েছে।
#LokSabhaElections2024 | 36.73% voter turnout recorded till 1 pm, in the fifth phase of elections.
Bihar 34.62%
Jammu & Kashmir 34.79%
Jharkhand 41.89%
Ladakh 52.02%
Maharashtra 27.78%
Odisha 35.31%
Uttar Pradesh 39.55%
West Bengal 48.41% pic.twitter.com/6cxi2tJsHq
— ANI (@ANI) May 20, 2024
Voter turnout for #fifthphase of Lok Sabha Elections till 1 p.m. is 36.73 %. #LokSabhaElection2024 । #PollsWithAkashvani । #GeneralElections2024 pic.twitter.com/sPGuTu3vmU
— All India Radio News (@airnewsalerts) May 20, 2024