লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ চলছে আজ।দেশের ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সকাল থেকে ধীরগতিতে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হলেও বেলা বাড়তেই সামান্য গতি এসেছে ভোটারদের উপস্থিতিতে। প্রথম চার ঘণ্টায় অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত দেশে ২৩.৬৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দুঘণ্টার মত পরের দুঘণ্টাতেও বাকি রাজ্যের থেকে ভোটারদের উপস্থিতিতে এগিয়ে রয়েছে বাংলা। প্রথম চার ঘণ্টায় বাংলায় ভোট পড়েছে ৩২.৭০ শতাংশ। দেশের মধ্যে ভোটদানের গড় হারে পিছিয়ে মহারাষ্ট্র। প্রথম চার ঘণ্টায় সেখানে মাত্র ১৫.৯৩ শতাংশ ভোট পড়েছে।
এছাড়া কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১১টা পর্যন্ত বিহারে, ২১.১১ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ২১.৩৭ শতাংশ, ঝাড়খণ্ডে ২৬.১৮ শতাংশ, লাদাখে ২৭.৮৭ শতাংশ, ওড়িশায় ২১.০৭ শতাংশ এবং উত্তরপ্রদেশে ২৭.৭৬ শতাংশ ভোট পড়েছে।
#LokSabhaElections2024 | 23.66% voter turnout recorded till 11 am, in the fifth phase of elections.
Bihar 21.11%
Jammu & Kashmir 21.37%
Jharkhand 26.18%
Ladakh 27.87%
Maharashtra 15.93%
Odisha 21.07%
Uttar Pradesh 27.76%
West Bengal 32.70% pic.twitter.com/wr9kbCIwYN
— ANI (@ANI) May 20, 2024