পশ্চিমবঙ্গের সাত-সহ সারা দেশের মোট ৪৯টি কেন্দ্রে সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে পঞ্চম দফার ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলা ছাড়াও ভোট রয়েছে বিহারের পাঁচটি কেন্দ্র, ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে। এ ছাড়া, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোট চলছে সোমবার। বাকি চার দফার মতই প্রথম দুঘণ্টায় ভোটদানের হার আশাপ্রদ নয়। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে সকাল ৯টা অবধি গোটা দেশে ১০.২৮ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। যার মধ্যে বাংলায় পড়েছে ১৫.৩৫ শতাংশ ভোট , যা বাকি রাজ্যগুলোর থেকে কিছুটা বেশি। এছাড়া বাকি রাজ্যগুলির মধ্যে বিহারে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ৮.৮৬ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৭.৬৩ শতাংশ, ঝাড়খণ্ডে ১১.৬৮ শতাংশ, লাদাখে ১০.৫১ শতাংশ, মহারাষ্ট্রে ৬.৩৩ শতাংশ, ওড়িশা ৬.৮৭ শতাংশ, উত্তরপ্রদেশে ১২.৮৯ শতাংশ ভোট পড়েছে।