নতুন দিল্লি, ১৯ এপ্রিল: দিল্লিতে (Delhi) করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। এই পরিস্থিতে জারি হল ৭ দিনের সম্পূর্ণ লকডাউন (Lockdown)। আজ রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে লকডাউন (Lockdown)। আজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ভার্চুয়াল বৈঠকে একথা জানিয়ে দেন। পাশাপাশি এও জানান, দিল্লিতে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩,৫০০ জন করোনায় আক্রান্ত। গত ৩-৪ দিনে এক একদিনে ২৫,০০০ জনও সংক্রামিত হয়েছে এমন রিপোর্ট এসেছে। দিল্লির হাসপাতালগুলিতে ইতিমধ্যে রোগীর সংখ্যা বেড়েছে, তবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েনি।
জরুরি পরিষেবা, মেডিকেল এবং খাদ্য পরিষেবাগুলি খোলা থাকবে। বিয়েবাড়িতে ৫০ জনের অধিক মানুষ জমায়েত করতে পারবে না। এর জন্য পৃথক অনুমতি নিতে হবে, বলে জানিয়েছেন কেজরিওয়াল। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি আবেদন করেন," মাত্র ৬ দিনের লকডাউন জারি করা হয়েছে, অনুগ্রহ করে এইমুহূর্তে আপনারা দিল্লি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করবেন না। আমি আশা করছি এই লকডাউন এক সপ্তাহের বেশি কার্যকর হবে না। দিল্লি সরকার সবরকম সহায়তা করবে।"
#WATCH | Delhi CM Arvind Kejriwal appeals to the migrant labourers. He says, "I appeal to you with folded hands. It's a small lockdown, only for 6 days. Don't leave Delhi & go. I'm very hopeful that we won't need to further extend the lockdown...Govt will take care of you." pic.twitter.com/OsFCytHCNu
— ANI (@ANI) April 19, 2021
আগামী ৬ দিনে দিল্লিতে হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো, অক্সিজেন ও পর্যাপ্ত ওষুধ জোগাড় করার চেষ্টা করা হবে বলে জানান। কেন্দ্র সরকারকে সমস্ত সহায়তার জন্য ধন্যবাদ জানান। সকলকে করোনা লকডাউনের নিয়ম, বিধি মেনে চলার আবেদন জানান কেজরিওয়াল।