সিঙারার ভিতরে টিকটিকি (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাস্তায় বেরিয়ে সিঙারা(Samosa) খাওয়ার বায়না। এই সিঙারাই যে এত বড় বিপদ ডেকে আনবে তা বুঝতে পারেনি পাঁচ বছরের শিশু। ওই সিঙারা খেয়ে হাসপাতালে(Hospital) ছুটতে হল তাকে। বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। জানা গিয়েছে, ওই সিঙারার মধ্যে ছিল আস্ত একটি টিকটিকি। না বুঝে টিকটিকি সমেত সিঙারা খেয়ে ফেলে ওই শিশু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) রেওলা জেলায়। বৃহস্পতিবার রাতে সুরেশ হোটেল নামে একটি খাবারের দোকানের সিঙারা খেয়ে অসুস্থ হয়ে পড়ে বছর পাঁচের ওই শিশু। সিঙারা ঘেঁটে শুধুমাত্র টিকটিকিটির মাথাই উদ্ধার হয়। ততক্ষণে টিকিটিকির বাকি অংশ চলে গিয়েছে শিশুর পেটে। সঙ্গে-সঙ্গে শুরু হয় বমি। ক্রমে অবনতি ঘটতে থাকে শিশুর শারীরিক অবস্থার। এরপরই তাকে স্থানীয় সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে খাদ্য দফতরের দ্বারস্থ হয় অসুস্থ শিশুর পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে সিঙারার দোকানে চলে তল্লাশি। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ওই হোটেলের লাইসেন্স বাতিল করে দেয় খাদ্য দফতর। অন্যদিকে সুরেশ হোটেলের মালিকের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত করছে রেওয়ার সিভিল লাইন থানার পুলিশ।

সিঙারায় টিকটিকি, হাসপাতালে জীবন-মরণের টানাটানি পাঁচ বছরের শিশুর