Anandiben Patel, Jagdeep Dhankhar, Lal Ji Tandon (Photo Credits: PTI/Twitter)

নয়া দিল্লি, ২০ জুলাই: পশ্চিমবঙ্গ সহ দেশের মোট ৬টি রাজ্যের নতুন রাজ্যাপল নিযুক্ত করা হল। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, নাগাল্যান্ড এবং ত্রিপুরার রাজ্যপালদের নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ শেষ হতে চলায়, সুপ্রিম কোর্টের সিনিয়র উকিল তথা রাজস্থানের প্রাক্তন সাংসদ জগদীপ ধনকরকে বাংলার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। ১৯৮৯ থেকে ১৯৯১, নবম লোকসভায় রাজস্থান থেকে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল। চলতি মাসেই রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ হচ্ছিল কেশরিনাথ ত্রিপাঠির।

পশ্চিমবাংলার পাশাপাশি বিহার, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ডে ও রাজ্যপাল বদল হল। ত্রিপুরার নতুন রাজ্যপাল হলেন রমেশ ব্যাস। উত্তরপ্রদেশের রাজ্যপাল করা হল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলকে। যে আনন্দিবেন এতদিন মধ্যপ্রদেশের রাজ্যপাল ছিলেন। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আনন্দিবেন। বিহারের রাজ্যপাল লাল জি ট্যান্ডনকে মধ্যপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হল। বিহারের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান। আরএন রবিকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হচ্ছে।

এক নজরে দেখে নিন দেশের বিভিন্ন  রাজ্যপালদের নাম--

অন্ধ্র প্রদেশ- বিশ্বভূষণ হরিচন্দন

অরুণাচল প্রদেশ- বিডি মিশ্র

অসম- জগদীশ মুখি

বিহার- ফগু চৌহান

ছত্তিশগড়- অনুসুয়া উইককি

গোয়া- মৃদুলা সিনহা

গুজরাট- আচার্য দেবব্রত

হরিয়ানা- সত্যদেব নারায়ণ আর্য

হিমাচল প্রদেশ- কাইরাজ মিশ্র

জম্ম-কাশ্মীর- সত্য পাল মালিক

ঝাড়খণ্ড- দ্রৌপদি মুর্মু

কর্নাটক- বাজুভাই ভালা

কেরালা- পি.সাথাসিভম

মধ্যপ্রদেশ-লাল জি ট্যান্ডন

মনীপুর-পদ্মনাভ আচার্য

মেঘালয়- তথাগত রায়

মিজোরাম-জগদীশ মুখি

নাগাল্যান্ড-আর এন রবি

ওডিশা-গনেশি লাল

পঞ্জাব- ভি পি সিং বাদনোরে

রাজস্থান-কল্যাণ সিং

সিকিম-গঙ্গা প্রসাদ

তামিলনাড়ু- বনওয়ারিলাল পুরোহিত

তেলেঙ্গানা- ই.এস.এল নরসিমাহান

ত্রিপুরা-রমেশ ব্যাস

উত্তরপ্রদেশ-আনন্দিবেন প্যাটেল

উত্তরাখণ্ড- বেবি রানি মৌর্য

পশ্চিমবঙ্গ-জগদীপ ধনকর