Photo Credits: FB

দেশে একাধিক জীবন বীমার সংস্থা রয়েছে। যার মধ্যে অধিকাংশই বেসরকারী সংস্থা, এরমধ্যে লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) একমাত্র সরকারী সংস্থা। ফলে এই সংস্থার ওপর দেশবাসীর বিশ্বাসযোগ্যতা দীর্ঘদিনের। তবে এই সেক্টরে বেসরকারী সংস্থাগুলি বেশি রিটার্ন দেওয়ার প্রলভোন দেখিয়ে একের পর এক চমকপ্রদ প্ল্যান এনে এলআইসির সঙ্গে প্রতিযোগিতা চালাচ্ছিল। মাঝে কয়েকবছরে তাঁরা অনেকটা এগিয়েও গিয়েছিল। কিন্তু চলতি বছরে সেই সমস্ত বেসরকারী সংস্থাকে পেছনে ফেলে কয়েক মাইল এগিয়ে গেল এলআইসি। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে এই ভারতীয় সংস্থার মাথায় জুড়ল নয়া পালক।

৫ লক্ষের বেশি পলিসি বিক্রি হয়েছে একদিনে

জানা যাচ্ছে, চলতি বছরে ২০ জানুয়ারি দেশব্যাপী এলআইসি এজেন্টরা বিক্রি করেছে মোট ৫,৮৮,১০৭টি পলিসি। যা কার্যত অসম্ভব ঘটনা। আর সেই কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জুড়ল এই সংস্থার নাম। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৪,৫২,৮৩৯ জন মাত্র একদিনের মধ্যে এতগুলি পলিসি বিক্রি করেছেন। যা অতীতে কখনই কোনও সংস্থা করতে পারেনি। স্বাভাবিকভাবেই এর প্রভাব আগামী সোমবার পড়বে স্টক মার্কেটে।

এলআইসি-র ওপর বিশ্বাস রয়েছে দেশবাসীর

জানা যাচ্ছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষরা নিজেই এই বিষয়টি যাচাই করে স্বীকৃতি দিয়েছে। এই প্রসঙ্গে এলআইসি-র সিইও সিদ্ধার্থ মোহান্তি বলেছেন, “আমাদের এজেন্টদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার করার ফল। আমাদের গ্রাহকরা জীবন সুরক্ষা ও পরিবারের সুরক্ষার ক্ষেত্রে এলআইসি-কেই বিশ্বাস করে এটা তারই প্রমাণ”।