শ্রীনগর, ২১ এপ্রিল: উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার (Baramulla) মালওয়াহ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল এক লস্কর-ই-তইবা (LeT) জঙ্গি। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার (IGP Kashmir Vijay Kumar) জানিয়েছেন, বারামুল্লা এনকাউন্টারে এলইটি-র শীর্ষ কমান্ডার ইউসুফ কান্তরু (Yousuf Kantroo) নিহত হয়েছে। বুদগাম জেলায় একজন এসপিও, তাঁর ভাই, এক সেনা এবং এক সাধারণ নাগরিকের হত্যা সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত ছিল ইউসুফ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেল তল্লাশিতে নামে। খানিক পরেই সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। প্রথমে ভারতীয় সেনার ৩ জওয়ান ও একজন সাধারণ নাগরিক আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েক ঘণ্টা লড়াই চলার পর নিকেশ হয় ইউসুফ নামের ওই জঙ্গি। আরও পড়ুন: Akshay Kumar: তামাকের বিজ্ঞাপন করায় পদ্ম পুরস্কার কাড়ার দাবি, প্রকাশ্যে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার
Top LeT terrorist Commander Yousuf Kantroo killed in Baramulla encounter. He was involved in several killings of civilians & Security Forces personnel incl recent killing of an SPO & his brother, one soldier & a civilian in Budgam district: IGP Kashmir Vijay Kumar pic.twitter.com/FF0E5Jo0FQ
— ANI (@ANI) April 21, 2022
এখনও অভিযান চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল বাহিনী। স্থানীয়দের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।