ফাইল ফটো (Photo Credits: PTI)

আদালতের মধ্যে আই প্যাড, ল্যাপটপ সব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি দেওয়া উচিত বলে জানালেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি সাফ বললেন, আদালতের শৃঙ্খলা ও শালীনতা রক্ষার জন্য এমন কোনও নিয়ম রাখা উচিত নয় যাতে আইনজীবীদের কাজে সুবিধা করা ল্যাপটপ, আই প্যাডের মত ডিভাইসের ব্যবহার করতে বাধা দেয়।

এরপর ডি ওয়াই চন্দ্রচূড় কিছুটা ঠাট্টার সুরেই বলেন, " আদালতের মধ্যে বসে ল্যাপটপ বা আই প্যাডে সিনেমা না দেখলে তো এসব ডিভাইসের ব্যবহার করাটা যে কোনও আইনজীবীর কাজে সুবিধার জন্য অবশ্যই অনুমতি দেওয়া উচিত। ক দিন আগে আদালতের এক কর্মচারী এক জুনিয়র আইনজীবীকে কোর্টরুমের মধ্যে আই প্যাডের ব্যবহার করতে বাধা দেন। তা নিয়ে বলতে গিয়েই দেশের প্রধান বিচারপতি এমন কথা বললেন। আরও পড়ুন-বিজেপি বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ৬ কোটি, দেখুন কীভাবে গোণা হচ্ছে অর্থের পাহাড়

দেখুন টুইট

আদালতের মধ্যে পর্যাপ্ত ফায়ারওয়ালসের মতো নিরাপত্তা সহ দ্রুতগতির ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করার ওপরেও জোর দেন ডি ওয়াই চন্দ্রচূড়। কলকাতা হাইকোর্টে নতুন প্রশাসনিক ব্লক এবং মোবাইল অ্যাপ-ভার্চুয়াল বিচার ঘড়ি সহ নানা ধরনের ই-পরিষেবার ভার্চুয়াল উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে এমন কথা বলেন ডি ওয়াই চন্দ্রচূড়।