Sikkim Landslide in National Highway (Photo Credit: X@ILoveSiliguri)

ধসে বিপর্যস্ত সিকিম ও কালিম্পংয়ের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে মঙ্গলবার জাতীয় সড়কের পাঁচটি জায়গায় ধস নেমেছে বলে জানা গেছে।জানা যাচ্ছে, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় নেমেছে প্রশাসন। আর্থ মুভার দিয়ে রাস্তা থেকে ধস সরানো হচ্ছে। তিস্তাবাজার ও মেল্লিতে জাতীয় সড়কের একাংশ তিস্তার প্রবল জলোচ্ছাসের গ্রাসে চলে যায় ৷ অন্যদিকে য় ধসের ঘটনা ঘটেছে । সেখানে পাহাড় থেকে বিশাল আকারের পাথর গড়িয়ে পড়ছে । যে কারণে ওই সড়ক দিয়ে যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।

১০ নং জাতীয় সড়ক (NH-10) সতর্কতা ভূমিধস: