
রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। দিল্লি থেকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকে উত্তরাখণ্ড একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড় শুরু হয়েছে। রবিবার দুপুরে কেদারনাথে প্রবল ষৃষ্টির কারণে ভূমিধসের মতো ঘটনা ঘটেছে। যার জেরে রুদ্রপ্রয়াগের জঙ্গলচট্টি এলাকায় কেদারনাথের ফুটপাথে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। তাঁদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। সেই সঙ্গে ওই এলাকায় একাধিক পর্যটক আটকে ছিল। তাঁদের উদ্ধার করে সমতলে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
দুর্ঘটনায় মৃত্যু এক পর্যটকের
জানা যাচ্ছে, এদিন কয়েকজন পর্যটক ট্রেকিং করে সোনপ্রয়াগ থেকে কেদারনাথের দিকে আসছিল। মাঝপথে ভূমিধস হয়। যার জেরে একটি পাথরের চাঁই এসে ভেঙে পড়ে ওই এলাকায়। আর তাতেই গুরুতর আহত হন তিন পর্যটক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁরা গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
যাতায়াতে নিষেধাজ্ঞা জারি
এদিকে ঘটনার পর ওই এলাকায় পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। তবে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের সমতলে নামানোর কাজ শুরু করা হয়েছে।