নয়াদিল্লিঃ মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) লণ্ডভণ্ড হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। ভূমিধস (Landslide) , হড়পা বানে বিপর্যস্ত জনজীবন। সেই সঙ্গে বৃষ্টি তো আছেই। সোমবার মান্ডি জেলার (Mandi District) বিভিন্ন এলাকায় ধস নেমে মৃত্যু হয়েছে একজনের। নিখোঁজ কমপক্ষে ৩০ জন। আগামীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে সতর্কতা।
বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মান্ডিতে মৃত্যু ১ জনের
জানা গিয়েছে, সোমবার থেকে হিমাচল জুড়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আচমকাই ধস নামতে শুরু করে মান্ডি জেলায় বিভিন্ন জায়গায়। সেরাজ, ধরমপুর, কারসোগ জেলার বিভিন্ন অংশে ধস নেমে বিপর্যস্ত জনজীবন। মাটির তলায় চাপা পড়েছে বেশকিছু বাড়ি। ক্ষতিগ্রস্ত একাধিক সড়ক। সোমবার হিমাচল প্রদেশের শিমলায় আচমকাই ভেঙে পড়ে পাঁচতলা বহুতল। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক সড়ক। যার জেরে আটকে পড়েছেন পর্যটকেরা। পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। অন্যদিকে মঙ্গলবার হিমাচল প্রদেশের সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার থেকেই বিপদসীমার উপর দিয়ে বইছে বিয়াস নদী। যা স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কাটছে না দুর্যোগের মেঘ, মান্ডিতে নামল ধস, মৃত ১, নিখোঁজ ৩০
STORY | Monsoon havoc in Himachal Pradesh's Mandi, one dead
READ: https://t.co/DEDs22MPbh
(PTI Photo) pic.twitter.com/2IulXkOR2N
— Press Trust of India (@PTI_News) July 1, 2025