Lakhimpur Kheri Violence: নিজের গাড়িতে লাখিমপুরে যেতে পারবেন না, যোগী প্রশাসনের সঙ্গে বিবাদে রাহুল গান্ধী
Rahul Gandhi In UP (Photo Credit: Twitter/ANI)

লখনউ, ৬ অক্টোবর: লাখিমপুর খেরিতে (Lakhimpur Kheri Violence) যেতে পারবেন রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)৷ বুধবার উত্তরপ্রদেশ সরকারের তরফে অনুমতি দেওয়া হয় রাহুল, প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের ৩ নেতাকে৷ যে অনুমতি পাওয়ার পরই লখনউ বিমানবন্দরে হাজির হন রাহুল গান্ধী৷ লখনউ বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে লাখিমপুর যেতে চান কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ কিন্তু তাঁর রাস্তা আটকায় যোগী প্রশাসন৷

রাহুল গান্ধী লাখিমপুরে যেতে পারবেন কিন্তু নিজের গাড়িতে নয়৷ উত্তরপ্রদেশ (UP Police) পুলিশের গাড়িতে চেপেই রাহুলকে লাখিমপুরে যেতে হবে বলে জানানো হয়৷ যোগী পুলিশের ওই নির্দেশ প্রকাশ্যে আসার পরই রাহুল গান্ধী বাদানুবাদে জড়ান প্রশাসনের সঙ্গে৷ লাখিমপুর খেরিতে কেন তাঁকে নিজের গাড়িতে করে যেতে দেওয়া হবে না বলে ক্ষোভ উগরে দেন রাহুল গান্ধী৷ ভারতে এমন কোনও আইন আছে কি যেখানে একজন নাগরিককে তাঁর নিজের গাড়িতে যেতে হয় না বলে ক্ষোভ ব্যক্ত করেন রাহুল৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: লাখিমপুর খেরিতে যেতে পারবেন রাহুল, প্রিয়াঙ্কা, অনুমতি যোগী সরকারের

দেখুন কী বললেন রাহুল গান্ধী...

 

অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের দাবি, নিজের গাড়িতে গেলে জ্যামে পড়তে পারেন কগ্রেস (Congress) নেতা৷ সেই কারণেই প্রশাসনের গাড়িতে বসিয়ে লাখিমপুরে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে বলে জানায় পুলিশ৷