লখিমপুর খেরি, ২৪ অক্টোবর: ডেঙ্গুতে (Dengue) আক্রান্ত লখিমপুর খেরি হিংসা মামলার (Lakhimpur Kheri Violence Case) প্রধান অভিযুক্ত আশিস মিশ্র (Ashish Mishra)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আশিসের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে জেল হাসপাতালে ভর্তি করতে হয়। শুক্রবার রাতেই আশিস জ্বর আসার কথা জানান। শনিবার তাঁর রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হলে শনিবার রাত ১০টায় তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়।
লখিমপুর খেরির টিকুনিয়ায় প্রতিবাদী কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়া ও পরবর্তী হিংসার ঘটনায় মূল অভিযুক্ত আশিস। তিনি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে।
৩ অক্টোবর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফরের সফয় বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেই সময় কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ৪ জন কৃষকের মৃত্যু হয়। পরবর্তী হিংসায় দুই বিজেপি কর্মী, একজন গাড়ি চালক ও এক সাংবাদিককে পিটিয়ে মারা হয়। শনিবার এই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যার ফলে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা হয়েছে ১৩।