নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(R. G Kar Rape Case) পর থেকেই বারেবারে আলোচনায় উঠে এসেছে কর্তব্যরত চিকিৎসকদের(On Duty Doctors) নিরাপত্তা। এই নিরাপত্তার(Security) দাবিতে আন্দোলন করে চলেছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা(Health Workers)। তাঁদের এই দাবি যে কতটা ন্যায্য তা আবারও প্রমাণ করে দিল একটি ঘটনা। মদ্যপ রোগী(Drunk Patient) এবং তার পরিবারের হেনস্থার শিকার হতে হল এক কর্তব্যরত চিকিৎসককে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সিওন হাসপাতালে। জানা গিয়েছে, রবিবার নাইট ডিউটি করছিলেন এক মহিলা চিকিৎসক। মাঝরাতে হাসপাতালে মদ্যপ অবস্থায় আসে এক রোগী এবং তার পরিবার। রোগীর মুখ ফেটে রক্তপাত হচ্ছিল। চিকিৎসা করতে গেলে মহিলা চিকিৎসককে গালিগালাজ করতে থাকে তারা। শুধু তাই নয়, চিকিৎসকের জামাকাপড় ধরে টানাটানি শুরু করে মত্ত যুবকেরা। তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে আঘাত পর্যন্ত পান ওই চিকিৎসক। এরপর চিৎকার করলে রোগী এবং তার আত্মীয়রা পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় সিওন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক।গোটা ঘটনার তদন্তের ভার নিয়েছে সিওন থানার পুলিশ।
Mumbai Doctor Assaulted: Woman Doctor on Night Duty Beaten Up by 'Drunk' Patient and His Relatives at BMC-Run Sion Hospitalhttps://t.co/22I7gJGcRb#Mumbai #Sion #BMC #Hospital #WomanDoctorAssaulted
— LatestLY (@latestly) August 18, 2024