নয়াদিল্লিঃ বিধানসভা নির্বাচনের আগেই 'মাস্টার স্ট্রোক।'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar)অনুকরণে এবার মহারাষ্ট্রে (Maharashtra) ‘লাডলা ভাই যোজনা’ প্রকল্পের ঘোষণা করল শিণ্ডে সরকার। মহিলাদের পাশাপাশি পুরুষরাও প্রতি মাসে আর্থিক সাহায্য পাবে বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়,স্নাতক পড়ুয়াদেরও প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। আষাড়ি একাদশী উপলক্ষ্যে পূর্ব মহারাষ্ট্রের বিট্টল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)। সেখান থেকেই এই নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের অধীনে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকরা প্রতি মাসে আর্থিক ভাতা পাবেন। ছাত্রদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং আর্থিক সমস্যা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একনাথ শিণ্ডে। জানানো হয়েছে, প্রতি মাসে দ্বাদশ শেণী পাশ যুবকরা পাবেন ৬০০০ টাকা। স্নাতক পাশ যুবকদের হাতে তুলে দেওয়া হবে ১০,০০০ টাকা। আর যাদের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে, তারা প্রতি মাসে ৮০০০ টাকা করে ভাতা পাবেন। এই ভাতা পেতে হলে আবেদনকারীকে রাজ্যের কর্মসংস্থানের পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ইপিএফ, আধার সহ যাবতীয় তথ্য নথিবদ্ধ থাকতে হবে। এবং আবেদনকারীকে অবশ্যই মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে।
Maharashtra Government launches ‘Laadla Bhai Yojna’: Offers Rs 6,000 monthly to 12th pass youths – Details Inside https://t.co/cFhLlqfPT3
— Financial Express (@FinancialXpress) July 18, 2024