Ladakh Heavy Snowfall (Photo Credit: X@airnewsalerts)

লাদাখে গতকাল থেকে ভারী তুষারপাতে জনজীবন বিপন্ন। লে হিল কাউন্সিল (Leh Hill Council) সমস্ত জরুরীকালীন পরিষেবায় সতর্কতা জারি করেছে। জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সমস্ত রকমের আপদকালীন ব্যবস্থা মজুদ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনকে পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতে বলা হয়েছে। এদিকে ঘন তুষার পাতে কৃষি ও বাগিচা চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুষারপাতের জেরে লে’তে আট ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে স্থানীয় প্রশাসন জরুরী ভিত্তিতে কাজ করে চলেছে।

 অন্যদিকে আজ (২১ এপ্রিল, সোমবার) হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর ২১ এপ্রিল (সোমবার) সকাল পর্যন্ত হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, পাশাপাশি শিলাবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাসও রয়েছে। হতে পারে বজ্রপাতও। চাম্বা, কাংড়া, কুল্লু, সোলান, সিরমৌর, মান্ডি এবং শিমলা জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে, লাহুল, স্পিতি, কিন্নৌর জেলা এবং চাম্বা ও কুল্লুর উঁচু এলাকায় ২১ এপ্রিল দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।