চামোলি: নির্মীয়মান সেতুর (Under-Construction bridge) একাংশ ভেঙে পড়ায় অলকানন্দা নদীতে (Alaknanda River) ভেসে গেলেন একজন শ্রমিক (Labourer)। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) বদ্রীনাথ ধামে (Badrinath Dham)।
এপ্রসঙ্গে চামোলির পুলিশ সুপার প্রেমেন্দ্র দোভাল (Chamoli's SP) জানান, নির্মীয়মান সেতুটির একাংশ ভেঙে পড়ায় দুই শ্রমিক নিচে থাকা অলকানন্দা নদীতে পড়ে যান। একজন শ্রমিক কোনওভাবে সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও অন্যজন নদীর জলের তীব্র স্রোতের (river's strong current) জন্য ভেসে যান।
এই দুর্ঘটনার খবর পেয়ে বদ্রীনাথ ধামের মাস্টার প্ল্যানের (Master plan) অন্তর্গত ওই নির্মীয়মান সেতুর কাছে পৌঁছে যান উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) সদস্যরা। নিখোঁজ শ্রমিকের খোঁজে এখনও তল্লাশি চলছে বলে জানা গেছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের পরিবেশ ওই এলাকায়। শ্রমিকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। আরও পড়ুন: Gujarat Video: গুজরাটে হঠাৎ ভেঙে পড়ল কমপ্লেক্স, দেখুন সেই ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
VIDEO | A labourer was swept away by the strong currents of the Alaknanda river earlier today when part of an under-construction bridge over it collapsed into the river in Uttarakhand.
READ: https://t.co/vWc5oQCToZ pic.twitter.com/R6jwa3Z2pQ
— Press Trust of India (@PTI_News) August 2, 2023