কুরলা, ১০ ডিসেম্বরঃ মুম্বইয়ের কুরলা এলাকায় ভয়াবন দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাস ধাক্কা দেয় পরপর দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে। পিষে দিয়েছে পথচলতি মানুষদের। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। আহতের সংখ্যা ৪৯। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক। বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্যে ক্ষতিপূরণের ঘোষণা করলেন মহারাষ্ট্রের নয়া নিযুক্ত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis)। জানিয়েছেন রাজ্য সরকারের তরফে কুরলা বাস দুর্ঘটনায় (Kurla Bus Accident) মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদের যাবতীয় চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
বৃহন্মুম্বাই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের (BEST) বাসটি সোমবার রাত ৯টা নাগাদ অন্ধেরির দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, বাসের তলায় পিষে গিয়েছেন পথচলতি মানুষেরা। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০-৪০টি গাড়ি।
কুরলা দুর্ঘটনার ভয়াবহতা দেখুন...
🚨 Tragic accident: BEST bus #332 (Kurla-Andheri route) Royal Hotel, Kurla. 3 dead, 20 injured after bus collides with multiple vehicles near Anjum-e-Islam school on SG Barve Marg. Initial reports suggest brake failure. Emergency services on scene. #Mumbai #KurlaAccident pic.twitter.com/E5flJdrbRX
— Tabrej Khan (Rajput) 🇮🇳 (@tabrej) December 9, 2024
দুর্ঘটনার এমন ভয়াবহতা দেখে আতঙ্কে স্থানীয়রা। বাস চালকে নামিয়ে এনে ব্যাপক মারধর করেন এলাকাবাসী। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। বাস চলক সঞ্জয় মোরেকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক ফল। চলছে তদন্ত।