Hyderabad Death (Photo Credit: X/Screengrab)

হায়দরাবাদ, ১৮ অগাস্ট: জন্মাষ্টমীতে (Krishna Janmashtami 2025) ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বৃষ্টিভেজা দিনে জন্মাষ্টমীর মিছিল বেরোলে, বিদ্যুতের তার যেন 'কংস' হয়ে দাঁড়ায় সাধারণ ভক্তদের সামনে। আর তার জেরেই পরপর ৫ জনের মৃত্যু হয়। হায়দরাবাদের (Hyderabad) কুলনগরে এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য।

রবিবার রাতে গোকুলনগরের রমানাথপুরে জন্মাষ্টমীর মিছিল (Krishna Janmashtami Turn Into Tragedy) বেরোয়। জন্মাষ্টমীর সংকীর্তন চলাকালীন সেখান বিদ্যুতের তারের সংস্পর্শে পরপর ৫ জনের মৃত্যু হয় বলে খবর। জন্মাষ্টমীর রথে যে ৯ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জনই বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। ফলে বাকিরা সেখান থেকে ছিটকে পালিয়ে যান। হায়দরাবাদের এমনই একটি ভয়াবহ ঘটনার জেরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

ওই ঘটনা স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেতেই পুলিশ ছুটে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছে অভিঘাত আন্দাজ করতে পারে পুলিশ (Hyderabad Police)। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ৫ জনের প্রাণ রক্ষা হয়নি। হাসাপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, ৫ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। যাঁদের মধ্যে রয়েছেন কৃষ্ণ, রুদ্র বিকাশ, রাজেন্দ্র রেড্ডি, শ্রাকান্ত রেড্ডি এবং সুরেশ যাদব।

আহতদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির নিরাপত্তারক্ষীও রয়েছেন বলে খবর। তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, গোকুলনগরে জন্মাষ্টমীর রথ আসতেই, তা বিদ্যুতের হাইটেনশন তারের সংস্পর্শ আসে। তারপরই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। কিছু বুঝে ওঠার আগেই পরপর ৫ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দেখুন সেই ভয়াবহ ঘটনার ভিডিয়ো...

 

ঘটনার জেরে স্থানীয়দের মাঝে যেমন আতঙ্ক ছড়ায়, তেমনি ভিডিয়োও ভাইরাল হতে শুরু করে একের পর এক করে...

 

ঘটনার পরপরই হায়দরাবাদ-সহ তেলাঙ্গানার রাজৈনিতক নেতারা শোক প্রকাশ করেন। মৃতদের পরিবারগুলিকে ইতিমধ্যেই  আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসা ঘটতি যাতে কোনওভাবে না হয়, সেদিকও খেয়াল রাখা হচ্ছে বলে খবর।

এদিকে গোকুলনগরের পর হায়দরাবাদের কুকটাপল্লীতে জন্মাষ্টমীর রথ বেরোলে, সেখান থেকে সংঘর্ষের খবর মেলে। ওই ঘটনায় একজনের আহত হওয়ার খবর মেলে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়।