Photo Credits: ANI

মথুরা: শুক্রবার শ্রী কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগা মসজিদ (Krishna Janmabhoomi-Shahi Idgah Masjid) জমি বিতর্কে (land Dispute) হিন্দু সেনা আমিন সার্ভে (Hindu Sena Amin Survey) মামলার (case) শুনানি (hearing) ছিল মথুরার (Mathura) সিনিয়র ডিভিশন থ্রি-র অ্যাডিশনাল সিভিল জাজের (Additional Civil Judge Senior Division III) আদালতে। সেখানে উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আগামী ২৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন বিচারক।

সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, আজ সিনিয়র ডিভিশন থ্রি-র অ্যাডিশনাল সিভিল জাজের এজলাসে হিন্দু সেনা আমিন সার্ভে মামলার শুনানি ছিল। সেখানে উভয়পক্ষের আইনজীবীরা তাঁদের বক্তব্য পেশ করেন। তারপরই এই মামলার পরবর্তী শুনানি ২৫ তারিখ হবে বলে জানিয়ে দেয় আদালত।

হিন্দু সেনার সদস্য বিষ্ণু গুপ্তার দায়ের করা আবেদনের ভিত্তিতে নোটিস পাঠিয়েছিল আদালত। শাহী ইদগা মসজিদের তরফে হিন্দু সেনার আমিনের দ্বারা শাহী ইদগা মসজিদের সার্ভে রিপোর্ট তৈরির বিরোধিতা করা হয়। এই আপত্তির ভিত্তিতেই আদালত শাহী ইদগা মসজিদে আমিনের দ্বারা সার্ভে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

গত ডিসেম্বর মাসে মথুরার এই আদালতের তরফে বিতর্কিত এলাকায় সার্ভে করার একটি নির্দেশ দেওয়া হয়েছিল। এই মামলায় যুক্ত থাকা সমস্ত পক্ষকে আদালতের নির্দেশ মেনে চলতেও বলা হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, ডিসেম্বর মাসের আট তারিখ হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা ও সহ-সভাপতি সুরজিৎ সিং যাদব আদালতে দাখিল করা আবেদনে দাবি করেন ভগবান কৃষ্ণের জন্মভূমিতে ১৩.৩৭ একর জমির উপর থাকা মন্দির ধ্বংস করে শাহী ইদগা মসজিদ তৈরি করেছিল মোগল সম্রাট ঔরঙ্গজেব। ওই আবেদনে ১৯৬৮ সালে শ্রী কৃষ্ণ জন্মভূমি সেবা সংঘ ও শাহী মসজিদ ইদগার মধ্যে সাক্ষরিত হওয়া চুক্তির বিরোধিতা করা হয়েছে।