কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammed Khan) কনভয়ে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে বিতর্ক দানা বাধল। ঘটনাটি ঘটেছে কোল্লামের নীলামেলে। বারবার কালো পতাকা দেখানোর জেরে রীতিমতো ক্ষুব্ধ কেরলের রাজ্যপাল। এদিন বিক্ষোভের মধ্যেই বসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিনের ঘটনায় বেশ উত্তেজিত দেখাচ্ছিল কেরলের রাজ্যপালকে।
তিনি জানান,"এটি মুখ্যমন্ত্রী যিনি আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন। তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন যাতে আইনভঙ্গকারীরা নিরাপত্তা পান। এদের মধ্যে অনেকেই এমনও রয়েছেন যাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে।তিনিই এই ধরনের মানুষগুলিকে প্রশ্রয় দিচ্ছেন।পুলিশের তরফে ১৭ জনকে আটক করা হয়েছে।যদিও আমি ৫০ জনের থেকেও বেশি মানুষ ছিল বলে জানি। "
এটি প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার কেরলের রাজ্যপালের ওপর কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে। যা নিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধ লেগেই রয়েছে।
#WATCH | Kollam: Kerala Governor Arif Mohammed Khan says, "...It is the chief minister of the state who is promoting lawlessness in the state. He is giving direction to the police to give protection to these lawbreakers. Many of them are those against whom several criminal cases… https://t.co/nQHF9PWqpr pic.twitter.com/QTM4xOYPl9
— ANI (@ANI) January 27, 2024