Kishtwar Cloudburst (Photo Credit: PTI/X)

দিল্লি, ১৪ অগাস্ট: উত্তরাখণ্ডের (Uttarakhand) পর জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। এবলার চোস্তি জেলার কিশতওয়ারে মেঘ ফেটে শুরু হল বৃষ্টি। মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল গোটা কিশতওয়ার (Kishtwar Cloudburst)। মেঘভাঙা বৃষ্টির জেরে যখন রাস্তা ভেঙে হুড়হুড় করে জল নীচের দিকে নামতে শুরু করে, তা দেখে মানুষ ছুটে পালাতে শুরু করেন। তবে অনেকেই মেঘভাঙা বৃষ্টির পরের হড়পা বান থেকে নিজেদের প্রাণ বাঁচাতে পারেননি। ফলে মৃতের সংখ্যা অনেক বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কিশতওয়ারে যে হড়পা বান আসে, তার জেরে বহু মানুষ ভেসে গিয়েছেন বলে প্রাথমিক অনুমান। কিশতওয়ারে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল এবং সেনা। ফলে শুরু হয়েছে জোর কদমে উদ্ধার কাজ।

সম্প্রতি উত্তরাখণ্ডের ধারালি গ্রামে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। এক নাগাড়ে বৃষ্টির জেরে খীর গঙ্গা নদী ফেটে যায়। খীর গঙ্গা নদী ফেটে গিয়ে ভেসে যায় গোটা ধারালি গ্রাম। যে ভয়াবহতায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যয়া। আহত বহু। তবে কতজন যে নিখোঁজ হয়ে যান, সে বিষয়ে এখনও সঠিক তথ্য মেলেনি।

ধারালি গ্রামের যে ভয়াবহতা চোখে পড়ে, তা অনেককে শিউরে দেয়। দেখা যায়, খীর গঙ্গা নদীর জল যখন তুুমুল গতিতে নীচে নেমে আসতে শুরু করে, সেই সময় বহু মানুষ প্রাণ বাঁচানোর জন্য ছুটতে শুরু করেন। তার মধ্যেই কয়েকজনের মৃত্যু হয় জলের তোড়ে।

আরও পড়ুন: Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে হড়পা বান, নিখোঁজ একাধিক তীর্থযাত্রী, চলছে উদ্ধারকাজ

বহু গাড়ি ভেসে যেতে শুরু করে। তার মধ্যে থেকে একটি ভিডিয়ো সামনে আসে, যেখানে গাড়িতে মানুষ ভর্তি থাকা অবস্থায় তা ভেসে যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে বহু মানুষ সেই দৃশ্য দেখলেও, গাড়িতে থাকা যাত্রীদের বাঁচানো যায়নি। যে ছবি গোটা দেশকে নাড়িয়ে দেয়।  আর এবার উত্তরাখণ্ডের পর জম্মু কাশ্মীর দেখল মেঘভাঙা বৃষ্টির ভয়াবহ রূপ।

দেখুন কিশতওয়ারে কীভাবে মেঘভাঙা বৃষ্টির তোড়ে সব ভেসে যায়...

 

কিশতওয়ারে জলের তোড়ে সব ভেসে যেতে শুরু করে। দেখুন পাহাড়, রাস্তা ভেসে কীভাবে হু হু গতিতে জল এগোতে শুরু করে নীচের দিকে...