উত্তরাখণ্ডের পর জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। হড়পা বানের বিধ্বস্ত কিশতওয়ারের চাশোতি এলাকা। বৃহস্পতিবার মাছাইল মাতা যাত্রা করছিলেন একাধিক তীর্থযাত্রী। সেই সময়ই হড়পা বানে ভেসে গেলেন অনেকে। বিপর্যস্ত গোটা এলাকা। যাঁদের মধ্যে মহিলা, শিশুরাও রয়েছে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করে। এছাড়া ভারতীয় সেনা. উদ্ধারকারী দলও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। সূত্রের খবর, এখনও নিখোঁজ রয়েছে একাধিক তীর্থযাত্রী। যদিও কতজনকে উদ্ধার করা গিয়েছে এবং কতজন নিখোঁজ রয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি
জানা যাচ্ছে, হড়পা বানের উৎপত্তিস্থল ছিল মাছাইল মাতা যাত্রার রাস্তা। আহতদের মধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে স্থানীয় প্রশাসন। হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক ঘরবাড়ি। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রশাসনিক সূত্রে খবর, পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেই বিষয়ে জানা যাবে।
দেখুন ভিডিয়ো
#WATCH | J&K | A flash flood has occurred at the Chashoti area in Kishtwar, which is the starting point of the Machail Mata Yatra. Rescue Operations have been started. pic.twitter.com/dQbUBx46A9
— ANI (@ANI) August 14, 2025
প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গিয়েছে চাশোতি গ্রামের একাংশ। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। হতাহতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা সুনীল কুমার শর্মার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।য ক্ষতিগ্রস্থদের সবরকম সহায়তা প্রদান করা হবে।