Cloudburst In J-K (Photo Credit: X/PTI)

দিল্লি, ১৪ অগাস্ট: উত্তরাখণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার হড়পা বান নামল কিশতোয়ারে। জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) চোস্তি জেলার কিশতোয়ারে মেঘভাঙা বৃষ্টি শুরু হতেই হড়পা বান নামতে শুরু করে। যে হড়পা বানের জেরে এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যু খবর মিলছে। আহত ১০০ জন কমপক্ষে। কিশতোয়ারে (Kishtwar Cloudburst) যে ৩৭ জনের মৃত্যু হয়, তার মধ্যে বেশিরভাগ পুণ্যার্থী বলে খবর। মাচাইল মাতা যাত্রার উপলক্ষ্যে ওই পূণ্যার্থীরা রওনা দেন। সেখানেই হঠাৎ করে হড়পা বান নামতে শুরু করে ওই এলাকায়।

হড়পা বান পাহাড় ভেঙে নেমে আসতেই আতঙ্ক ছড়ায়। উদ্ধারকারী দল এবং সেনা বাহিনী হাজির হতেই কাজ শুরু হয়। উদ্ধারকারী দল যেভাবে কাজ শুরু করেছে,তারপরও এখনও অনেকে নিখোঁজ। যাঁরা হড়পা বানে ভেসে যান, তাঁদের দেহ খুঁজে পেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...

 

চোস্তির যে এলাকায় হড়পা বান নামে, সেখানে পাহাড়ের উপর প্রায় ৯,৫০০ ফুট উপরে রয়েছে মাচাইল মাতা মন্দির। ফলে মাচাইল মাতা মন্দিরে যাওয়ার যাত্রা শুরু হলেই, সেখান বিভীষিকা নামতে শুরু করে। ফলে মেঘভাঙা বৃষ্টির জেরে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করে।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে এই হড়পা বান আসে। ওই সময় মাচাইল মোতা মন্দিরের উদ্দেশে যাত্রার জন্য পূণ্যার্থীরা তৈরি হচ্ছিলেন। ঠিক সেই সময়ই চরম দুর্যোগ নেমে আসতে শুরু করে পাহাড়ের ঢাল বেয়ে।

এখনও পর্যন্ত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কতজন নিখোঁজ, সে বিষয়ে কিছু এখনও পর্যন্ত জানা যায়নি।

জানা যায়, মাচাইল মাতা যাত্রা উপলক্ষ্যে সেখানে একটি লঙ্গর খোলা হয়েছিল। কিন্তু হড়পা বানের জেরে হঠাৎ বন্যা শুরু হলে, সেই লঙ্গরখানা যেমন ভেসে যায়, তেমনি সেখান থাকা লোকজনও ভেসে যেতে শুরু করেন।