Newborn, Representational Image. (Photo Credits: Rainer_Maiores/Pixabay)

আহমেদাবাদ, ৯ এপ্রিল: নিজের সন্তানের (Child) প্রাণ নিল মা (Mother)। মাত্র  ৩ মাস বয়সী সন্তানের প্রাণ ছিনিয়ে নিতে দেখা গেল (Murder) মাকে। এবার  গুজরাটে (Gujarat) এমনই  একটি ঘটনার জেরে শোরগোল শুরু হয়েছে। আহমেদাবাদের (Ahmedabad) মেঘানিনগরে নিজের ৩ মাস বয়সী পুত্র সন্তানকে মেরে ফেলল জন্মদাত্রী।

মেঘানিনগরে বাসিন্দা করিশ্মা বাঘেল নিজের ৩ মাসের সন্তানকে জলে ডুবিয়ে হত্যা করে। সোমবার করিশ্মা বাঘেলের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে ছোট্ট শিশুর মৃতদেহ নিথর অবস্থায় উদ্ধার করে। যা প্রকাশ্য়ে আসতেই পুলিশ এবং পাড়া প্রতিবেশী শিউরে উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: California Shocker: ১১ বছরের ছেলেকে নৃশংসভাবে খুন মায়ের, হোটেল রুম থেকে উদ্ধার ওষুধ ও ছুরি

রিপোর্টে প্রকাশ, করিশ্মার সন্তানের মৃত্যতে প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। পরে খুদের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে জানা যায়, তাকে জলে ডুবিয়ে মারা হয়েছে। এরপরই পুলিশের সন্দেহ দানা বাধতে শুরু করে। পুলিশের প্রথমেই সন্দেহ হয় করিশ্মার উপর। ওই তরুণী যেভাবে ছেলের মৃত্যু নিয়ে অস্বাভাবিক সব কথা বলতে শুরু করেন, তাতে তার উপর পুলিশের সন্দেহ বাড়তে শুরু করে।

পুলিশের জেরার সামনে এরপর ভেঙে পড়ে করিশ্মা বাঘেল। সন্তান গর্ভে আসার পর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে তার জন্ম এবং পরে পোস্টপার্টম, সবকিছু মিলিয়ে করিশ্মার বিরক্তি আসে। শনিবার যখন তার ছেলে কাঁদতে শুরু করে, সেই সময় করিশ্মা তাকে জলের ট্যাঙ্কে ডুবিয়ে হত্যা করে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশি জেরায় করিশ্মা জানায়, শনিবার সে অনেকক্ষণ ধরে শৌচালয়ে যেতে চাইছিল কিন্তু শিশুকে কোনওভাবেই থামাতে পারছিল না। অনবরত সে কেঁদে চলায় শেষ পর্যন্ত করিশ্মা তাকে নিয়ে যায় জলের ট্যাঙ্কের কাছে। এরপর জলের ট্যাঙ্কে ডুবিয়ে সদ্যোজাত সন্তানকে সে হত্যা বলে জানিয়েছে।