বেঙ্গালুরু, ২৫ মার্চ: মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে জেলের সাজার মত, সাংসদ পদও খোয়াতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে। কিন্তু রাহুল গান্ধীর মতই মোদী পদবি নিয়ে কটাক্ষ করেছিলেন কংগ্রেস থেকে বিজেপিতে আসা তারকা অভিনেত্রী থেকে নেত্রী হওয়া খুসবু সুন্দর (Kushboo Sundar)-ও।

২০১৮ সালে বিধানসভা নির্বাচনের আগে রাহুলের কর্ণাটক সফরের আগে তখন কংগ্রেস থাকা খুসবু টুইট করেছিলেন, "এখানে মোদী, সেখানে মোদী। যেদিকে তাকাও মোদী। তবে জানি না সব মোদীর আগে করে দুর্নীতি জড়িয়ে থাকে। টুইটারে খুসবু সরাসরি লিখেছিলেন, #নীরব, #ললিত #নমো= দুর্নীতি।"

দেখুন খুসবু সুন্দরের সেই পুরনো টুইট

দেখুন ছবিতে

লোকসভা ভোটের পর কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে বড় পদে বসেন খুসবু। কিন্তু তাঁর সেই মোদী টুইট এখন ভাইরাল। খুসবুকে নিয়ে বিজেপি এখন কী করে সেটাই দেখার।