দিল্লি, ১৯ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং সুরের খুনের ঘটনায় ভারত যোগের অভিযোগে সে দেশ থেকে বহিস্কার করা হয় ভারতের কূটনীতিককে। যা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হতেই এবার পালটা পদক্ষেপ করল দিল্লি। জাস্টিন ট্রুডো সরকারের পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যে ভারতে থাকা কানাডার কূটনীতিককে বহিষ্কার করে দিল্লি। কানাডার যে কূটনীতিক ভারতে রয়েছেন, আগামী ৫ দিনের মধ্যে তাঁকে এ দেশ ছাড়তে হবে বলে বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে ভারতে থাকা কানাডার কূটনীতিককে দিল্লি ছাড়তে হবে বলে এস জয়শঙ্করের দফতরের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়।
সোমবার কানাডার হাউস অফ কমনসে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি বলেন, গোয়েন্দা সংস্থার তরফে হরদীপ সিং সুরের খুনের ঘটনায় একাধিক তথ্য হাতে এসেছে। সুরের খুনের ঘটনায় কানাডার গোয়েন্দা সংস্থার হাতে যে তথ্য এসেছে, সেখানেই ভারত যোগ রয়েছে বলে উঠে এসেছে। এমনই দাবি করে ট্রুডো সরকার।
জাস্টিন ট্রুডো সরকারের দাবির বিরোধিতা করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। কানাডা যে দাবি করছে, তা অযৌক্তিক এবং অনুপ্রাণিত বলে তীব্র প্রতিক্রিয়া জানায় বিদেশ মন্ত্রক।