Photo Credits: IANS

দিল্লি, ১ ডিসেম্বর: খালিস্তানি জঙ্গি (Khalistani Terrorist) গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র বানচাল করা হয়েছে। এমনই দাবি করা হয় ওয়াশিংটনের তরফে। খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করা হয় মার্কিন মুলুকে। যা ভেস্তে দেয় মার্কিন পুলিশ। পান্নুনকে খুনের ষড়যন্ত্রে জড়িত নিখিল গুপ্তা নামে এক ব্যক্তি। পান্নুনকে(Gurpatwant Singh Pannun) হত্যা করতে নিখিল গুপ্তা (Nikhil Gupta) একজন শ্যুটার ভাড়া করে বলে অভিযোগ। মার্কিন পুলিশ নিখিল গুপ্তা নামে যে ভারতীয়র বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেছে বলে দাবি করে, কে সেই ব্যক্তি?

আরও পড়ুন:  Khalistani Row: 'পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের তদন্ত নিয়ে আশাবাদী', ভারতের সহযোগিতার প্রশ্নে মন্তব্য ব্লিনকেনের

রিপোর্টে প্রকাশ, ৫২ বছরের নিখিল গুপ্তা এসএফজি প্রধান (খালিস্তানি সংগঠন) গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করে। ভারতীয় নিখিল গুপ্তা একজন সার্প শ্যুটার ভাড়া করে পান্নুনকে সরানোর চেষ্টা করে বলে অভিযোগ। তবে নিখিল গুপ্তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। রিপোর্টে প্রকাশ, পান্নুনকে খুনের ষড়যন্ত্র গত সপ্তাহে ফাঁস করা হয় মার্কিন পুলিশের তরফে। তাঁকে চেজ রিপাবলিক থেকে মার্কিন পুলিশ গ্রেফতার করে বলে খবর।

এদিকে খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনকে  হত্যার ষড়যন্ত্র কে বা কারা করেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবার এমনই জানালেন মার্কিন প্রতিনিধি অ্যান্টনি ব্লিনকেন। বর্তমানে ইজরায়েলের রাজধানী তেল আভিভে রয়েছেন অ্যান্টনি ব্লিনকেন। তেল আভিভে থাকাকালীন পান্নুনের বিষয়ে প্রশ্ন করা হয় মার্কিন প্রতিনিধিকে।

যার উত্তরে ব্লিনকেন জানান, তিনি এ বিষয়ে সঠিকভাবে কিছু জানেন না। না জেনে কোনও মন্তব্য করা উচিত নয়। পান্নুনকে হত্যার ষড়যন্ত্র কে বা কারা করেছে, সে বিষয়ে ভারতের তরফে যে তদন্ত হচ্ছে, সে বিষয়ে তিনি আশাবাদী। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের তদন্ত কোন দিকে গড়ায়, সে বিষয়ে তিনি তাকিয়ে রয়েছেন বলে অ্যান্টনি ব্লিনকেন। তবে ভারত এ বিষয়ে যে পদক্ষেপ করেছে, সে বিষয়ে ওয়াশিংটন আশাবাদী বলে জানান অ্যান্টনি ব্লিনকেন।